কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লি ছাড়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। দিল্লিজুড়ে প্রবল দূষণ, বাড়ছে করোনা সংক্রমণের হার। এই পরিস্থিতিতে রাজধানী শহরে থাকলে সোনিয়া গান্ধীর বুকের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা। তাই কিছুদিনের জন্য কংগ্রেস সভানেত্রী গোয়া বা চেন্নাইতে থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর। জানা গিয়েছিল, শুক্রবার দুপুরের মধ্যেই রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দিল্লি ছাড়তে পারেন সোনিয়া। সেই মতই এদিন বিকেলে গোয়ায় পৌঁছন তিনি।
অগাস্টেই অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বুকের সংক্রমণের কারণে কড়া ডোজের ওষুধ খেতে হয় তাঁকে। কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। ধুলো-ধোঁয়ায় বুকের সংক্রমণের পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা। তাই সোনিয়াকে চিকিৎসকরা আপাতত দিল্লি ছাড়তে বলেছেন বলে জানা গিয়েছে।
বিহারের দলের আশানুরূপ ফলাফল না হওয়ায় সরাসরি দলের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব। আত্মবিশ্লেষণের দাবি জানিয়েছেন তাঁরা। শতাব্দী প্রাচীন দলের অন্দরে দ্বন্দ্ব প্রকট। ঠিক তখনই সোনিয়া গান্ধীর দিল্লি ছাড়ার ঘটনা তাৎপর্যবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। পরে ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। ফলে ১৪-২৩ সেপ্টেম্বর করোনা আবহে বিশেষ পরিস্থিতিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন যোগ দিতে পারেননি সোনিয়া ও রাহুল গান্ধী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন