Advertisment

‘ঘরোয়া বিমানে দেওয়া যাবে খাবার’, বিধি শিথিল করে জানাল কেন্দ্র

Domestic Air Travel: দু’ঘণ্টার কম সময়ের যাত্রা, এমন বিমানে খাবার পরিষেবা বন্ধ করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
Air Travel, RT-PCR, Covid India

গত বছর মার্চ থেকে বন্ধ ছিল যাত্রী বিমান পরিষেবা।

Domestic Air Travel: করোনা বিধি আরও শিথিল করে ঘরোয়া বিমানে খাবার পরিষেবার চালু করতে অনুমতি দিল কেন্দ্র। দু’ঘণ্টার কম সময়ের যাত্রা, এমন বিমানে খাবার পরিষেবা বন্ধ করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ১৫ এপ্রিল, ২০২১ থেকে এই সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রক। সাম্প্রতিক  বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে যে কোনও দূরত্বে খাবার পরিষেবা দিতে পারবে বিমান সংস্থাগুলো।

Advertisment

সাম্প্রতিক করোনার দৈনিক সংক্রমণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত। ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ? উত্তরটা বলার সময় যদিও এখনও আসেনি। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এদিন দেশে বড়সড় স্বস্তি এসেছে। দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে ১০ হাজারের নীচে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। একদিনে দেশে করোনার বলি আরও ১৯৭।

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশে বড়সড় করোনা-স্বস্তি। দৈনিক সংক্রমণ নেমেছে ১০ হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৮৭ দিনের মধ্যে এদিনই সর্বনিম্ন সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৮৬৫। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩।

দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি এখন মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। তবে দক্ষিণের রাজ্য কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে একদিনে করোনার বলি আরও ১৯। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, করোনায় এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৪০ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।

কর্নাটকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ১৪৬। তামিলনাড়ুতে করোনায় মৃত্যু ৩৬ হাজার ২৯৬ জনের। কেরলে মোট করোনার বলি ৩৫ হাজার ৮৭৭। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৯৫। উত্তর প্রদেশে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০৯। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত ৭০ শতাংশের বেশি করোনায় মৃত্যু কোমর্বিডিটির জেরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Domestic Air Travel Food Serving Aviation Ministry
Advertisment