Dominican Republic Nightclub roof collapse: কর্মকর্তারা আরও জানিয়েছেন, কমপক্ষে ২২টি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধারকার্য চালাচ্ছেন। ঘটনার জেরে ডোমিনিকান রিপাবলিকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
Dominican Republic Nightclub roof collapse: কর্মকর্তারা আরও জানিয়েছেন, কমপক্ষে ২২টি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধারকার্য চালাচ্ছেন। ঘটনার জেরে ডোমিনিকান রিপাবলিকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
Dominican Republic Nightclub roof collapse:নাইটক্লাবে পার্টি চলকালীন হূড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ। শেষ পাওয়া খবর অনুসারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৫৫।
Advertisment
মঙ্গলবার গভীর রাতে ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোর বিখ্যাত এক নাইটক্লাবে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখতে চলছে তল্লাশি। সান্টো ডোমিঙ্গোর মেয়র ক্যারোলিনা মেজিয়া দে গারিগো দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার ভোররাতে তখন নাইটক্লাবে তিলধারণের জায়গাটুকুও ছিল না। চলছিল নিশিপার্টি। সেই সময় হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাইটক্লাবের ছাদের একাংশ। ঘটনার খবর জানাজানি হতেই উদ্ধারকারী দলের সদস্য, প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ডজন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। আরও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে রয়েছে কিনা তার খোঁজে চলছে জোর তল্লাশি।
Advertisment
প্রশাসন সূত্রে জানা গিয়েছে নাইটক্লাবের ভিতর কমপক্ষে ৩০০ জন হাজির ছিলেন। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "আমরা অক্লান্তভাবে ধ্বংস স্তূপের নিচ থেকে মানুষদের খুঁজে বের করার চেষ্টা করছি। ধসের কারণ এখনও জানা যায়নি"। কর্মকর্তারা আরও জানিয়েছেন, কমপক্ষে ২২টি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধারকার্য চালাচ্ছেন। ঘটনার জেরে ডোমিনিকান রিপাবলিকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।