Attack on US Ex President Donald Trumph: হত্যার জন্য হামলা…? ট্রাম্পের উপর গুলি চালনার ঘটনায় কী বলল এফবিআই?
আমেরিকার তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলেছে, ট্রাম্পের ওপর গুলি চালানোর উদ্দেশ্য ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের চেষ্টা। এফবিআই স্পেশাল এজেন্ট কেভিন রোজেক এই হামলার বিষয়ে বলেন, এখন পর্যন্ত যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে তাতে আমরা নিশ্চিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করতেই গুলি করা হয়।
১৩ জুলাই পেনসিলভেনিয়ায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারাত্মক হামলার শিকার হন। ট্রাম্পকে গুলি করা হয়। তবে বুলেটটি ট্রাম্পের কানের পাশে লাগে। রক্তাক্ত অবস্থায় দ্রুত গাড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভালো আছেন বলেই খবর ।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর এই মারাত্মক হামলার ঘটনা প্রকাশ্যে আসার পরে, সিক্রেট সার্ভিস উভয় বন্দুকধারীকে হত্যা করে। এই হামলার পর সক্রিয় হয়ে উঠেছে আমেরিকার তদন্ত সংস্থা। আমেরিকার তদন্ত সংস্থা এফবিআই এই মামলার তদন্ত শুরু করেছে।
এফবিআই কী বলেছে?
এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা ছিল। পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা এফবিআই স্পেশাল এজেন্ট কেভিন রোজেক এই হামলার বিষয়ে বলেছেন, এখন পর্যন্ত যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে তাতে আমরা এই হামলাকে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবে অভিহিত করছি। ট্রাম্পকে কেন আক্রমণ করা হল এবং এই প্রাণঘাতী হামলার উদ্দেশ্য কী? সে বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।
হামলার পেছনে উদ্দেশ্য কী?
এফবিআই জানিয়েছে, এই হামলার পেছনের উদ্দেশ্য এখনও জানা যায় নি । এই ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ সম্পর্কে কথা বলতে গিয়ে, লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেনস বলেছেন যে পুলিশ বলছে যে একজন বন্দুকধারীকে "চিহ্নিত করা হয়েছে", তবে বন্দুকধারীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে পুলিশ বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলাকারীর নাম জানা যাবে।
আরও পড়ুন - < Motivational Story: সমাজের টিপ্পনীকে থোড়াই কেয়ার, লক্ষ্যে অবিচল থেকে ‘স্বর্গরথ’ চালিয়ে দৃষ্টান্ত কলেজ ছাত্রীর >
২ জন আহত, ১ জন মারা গেছে
এই হামলার সময় ট্রাম্প একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন এবং তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হামলায় দু'জন ব্যক্তিও আহত হয়েছিল, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
হামলার বিষয়ে ট্রাম্প কী বলেছেন?
তাঁর উপর প্রাণঘাতী হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'গুলি আমার ডান কানের উপরের অংশে লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়। আমি আশ্চর্য হলাম যে এটা আমাদের দেশেও হতে পারে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’ পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’