Advertisment

এই প্রথম স্ত্রী-কন্যার সঙ্গে বিদেশ সফরে ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে এই প্রথম মিলানিয়া ও ইভাঙ্কার বিদেশ সফর। সঙ্গে থাকছেন ট্রাম্পের জামাই তথা পরামর্শদাতা জারেদ কুশনের-ও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কন্যা ইভাঙ্কা ও স্ত্রী মিলানিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প।

আগামী সপ্তাহের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে থাকবেন ট্রাম্প পত্নী মিলানিয়া ও কন্যা ইভাঙ্কা। প্রথমে আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট। সেখান থেকে আগ্রায় যাবেন তাঁরা। ঘুরে দেখবেন তাজমহল। এরপর যাবে দিল্লি। এর আগে ২০১৭ সালের নভেম্বরে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা।

Advertisment

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর খুবই তাৎপর্যবাহী। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশই উভয় রাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তিও সম্পন্ন হতে পারে। তাই পারিষদদের সম্পূর্ণ বহর নিয়েই এদেশে আসছেন ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গেই ভারত সফরে আসছেন বাণিজ্য সচিব উইলবুর রোজ, জারেদ কুশনের সহ মার্কিন প্রশাসনের বিশিষ্টরা। সম্পর্কে জারেদ হলেন ট্রাম্পের জামাই। ইভাঙ্কা ও তাঁর স্বামী জারেদ কুশনে ট্রাম্পের পরামর্শদাতাও।

ট্রাম্পের ভারত সফর আরও একটি দিক থেকেও গুরুত্বপূর্ণ। সম্ভবত এই প্রথম মিলানিয়া ও ইভাঙ্কা এক সঙ্গে কোনও বিদেশি রাষ্ট্রে সরকারিভাবে সফর করবেন। এর থেকেই স্পষ্ট মার্কিন প্রশাসন ট্রাম্পের ভারত সফরকে কতটা গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: মত বদল? মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে অল্প কথা হবে: ট্রাম্প

এর আগে ভারত সফর নিয়ে নিজের খুশির কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মোতারা স্টেডিয়াম উদ্বোধনে মার্কিন প্রেসিডেন্টকে ৬০-৭০ লাখ জনতা অভ্যর্থনা জানাবে। প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে এঅই খবর শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। তবে গত মঙ্গলবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নেতিবাচক সুর শোনা গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের গলায়। বলেছিলেন, 'ব্যাণিজ্য চুক্তির বিষয়ে ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি পছন্দ করি। তবে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার কথা রয়েছে। আমাদের এখানের নির্বাচনের আগে তা করা সম্ভব হবে কি না, সে ব্যাপারে এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব হবে না।'

শুক্রবার অবশ্য ট্রাম্পের মুখে অন্য কথা শোনা যায়। তিনি বলেন, 'ব্যাণিজ্য চুক্তির বিষয়ে বহু বছর ধরেই ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি পছন্দ করি। এই সফরে আমরা অল্প হলেও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করব। ভারত আমাদের শুল্ক দেয়। বিশ্বে ভারত থেকে সবচেয়ে বেশি শুল্ক পাওয়া যায়।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump
Advertisment