scorecardresearch

পর্ন স্টারকে ঘুষ! মার্কিন আদালতে অভিযুক্ত প্রাক্তন প্রেসিডেন্ট, নির্বাচনের আগে ফাঁপরে ট্রাম্প

পর্ন তারকার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের জেরে বিপাকে ট্রাম্প

Donald Trump arrest, Donald Trump, Donald Trump indictment, What is the case against Donald Trump, stormy daniels, donald trump, stormy daniels donald trump affair, porn star stormy daniels, donald trump stormy daniels case, When will Donald Trump be arrested, Indian Express
মার্কিন আদালতে অভিযুক্ত ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা! আমেরিকার ইতিহাসে এই প্রথম অভিযুক্ত কোনও প্রাক্তন প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পই হলে প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বেশ চাপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের ঘটনার জেরে অস্বস্তি বাড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। তদন্তে দেখা গেছে যে ২০১৬ সালে, পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে দাবি করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর পরই পর্ন স্টারের মুখ বন্ধ রাখার জন্য স্টর্মিকে ১৩০,০০০ মার্কিন ডলার দেন। নিউইয়র্কের একটি আদালত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্ন স্টারকে অর্থ প্রদানের জন্য অভিযুক্ত করেছে। এর পর, তিনিই হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ট্রাম্প গ্রেফতার হলে তিনিই হবেন প্রথম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট যাকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, পর্নতারকা স্টরমির সঙ্গে আগে প্রেমের সম্পর্ক ছিল ট্রাম্পের। পরে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পর্নতারকা। তিনি যাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলেন, তার জন্য আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল। ট্রাম্প নিজেই ওই অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। তাঁর বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে সমর্থকদের সুর চড়ানোর আহ্বানও জানিয়েছিলেন।যদিও ট্রাম্প এটাকে তার বিরুদ্ধে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় ২০২০ সালের মার্কিন নির্বাচন এবং ৬জানুয়ারী, ২০২১-এ ওয়াশিংটনে ক্যাপিটলে তার সমর্থকদের উপর হামলার অভিযোগও রয়েছে। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। ট্রাম্প তার বিরুদ্ধে চলমান তদন্ত নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। গত সপ্তাহে, তিনি গ্রেফতারের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তার সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা তাকে আটকাতে তার বিরুদ্ধে ভুয়ো মামলার আশ্রয় নিচ্ছেন। গত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বিডেনের কাছে হেরে গেলেও এবার পরিস্থিতি আরও পাল্টেছে। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এই অভিযোগের তদন্ত করছেন।

পুরো ব্যাপারটা কী?

অভিযোগ ২০১৬ সালে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে এক লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন ট্রাম্প। গ্র্যান্ড জুরির তদন্তে দেখা গেছে যে ২০১৬ সালে, ড্যানিয়েলস মিডিয়ার কাছে বলেছিলেন যে তার এবং ট্রাম্পের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এরপর ট্রাম্প দলের আইনজীবীর মারফত স্টর্মির মুখ বন্ধ বিপূল পরিমান অর্থ প্রদান করেন। যদিও ট্রাম্প স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কোনো অন্যায় করেননি।

আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন

আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে আবারও নিজের দাবি তুলে ধরেছেন ট্রাম্প। তিনি ছাড়াও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিকও এই লড়াইয়ে এগিয়ে রয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Donald trump indicted 1st us ex president charged with crime