আমেরিকাজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। ফলে পিছতে পারে জি-৭ সম্মেলন। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুন মাসেই এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে সেপ্টেম্বর বা তারও পরে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এছাড়াও, এই সম্মেলনে ভারত, অস্ট্রেলিয়া ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডা থেকে ওয়াশিটনে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। বলেছেন, 'যা পরিস্থিতি তার মধ্যে আমার মনে হয় এই সময় জি৭ সম্মেলন হতে পারে।' এই সম্মেলনে ভারত, অস্ট্রেলিয়া ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। তাহলে কি সম্মেলনে সদস্য রাষ্ট্র বৃদ্ধির কথা ভাবছেন প্রেসিডেন্ট? এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে।
এর আগেও জি-৭ সম্মেলনে রাশিয়ার অন্তর্ভুক্তি নিয়ে কথা এগিয়েছিল। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসা ফারা বলেছেন, ট্রাম্প চান বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রগুলি চিনের সঙ্গে আলোচনা করক। উল্লেখ্য, করোনা সংক্রমণের জন্য চিনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিন দ্বারা নিয়ন্ত্রিত বলে অভিযোগ করেন তিনি। শুক্রবারই হু-য়ের মার্কিন অনুদান বন্ধের কথা জানান ট্রাম্প। হংকং নিয়েও বেজিংয়ের বিরুদ্ধে তোপ দাগেন প্রেসিডেন্ট।
আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা হল জি৭ গোষ্ঠীর সদস্য় রাষ্ট্র। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রত্যেক বছর আলোচনার জন্য এইসব উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসেন। মনে করা হচ্ছে এই সম্মেলনের এবার গুরুত্ব পাবে করোনাভাইরাস।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন