Advertisment

দীর্ঘ ২ বছর পর সোশ্যাল মিডিয়ায় ফিরেই চনমনে ট্রাম্প, ফলোয়ারদের কী বার্তা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট?

ফেসবুকে ট্রাম্পের তিন কোটির বেশি ফলোয়ার রয়েছে, যেখানে ইউটিউবে তার ২৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
trump facebook, donald trump facebook, donald trump facebook ban, trump facebook, donald trump twitter ban, donald trump facebook news, donald trump facebook account, donald trump instagram

ট্রাম্প দুই বছর পর ফেসবুক ও ইউটিউবে ফিরেছেন, নিষেধাজ্ঞা ওঠার পর ফলোয়ার উদ্দেশ্যে ট্রাম্পের প্রথম বার্তা ‘আই অ্যাম ব্যাক’।রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদের দৌড়ে। ফেসবুকে ট্রাম্পের ৩৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেখানে ইউটিউবে তার ২৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।

Advertisment

দীর্ঘ দুই বছর পর শুক্রবার (১৭ মার্চ) ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস ক্যাপিটলে হিংসার ঘটনার জেরে দুই বছর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করা হয়। অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুক্রবারই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রথম পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট সক্রিয় করা হয়। ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন "আই অ্যাম ব্যাক" ট্রাম্প একটি ১২ সেকেন্ডের ভিডিও ক্লিপে বলেন, "আপনাদের এতদিন অপেক্ষা করার জন্য দুঃখিত।"

ইউটিউবে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার

৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদের দৌড়ে রয়েছেন। ফেসবুকে ট্রাম্পের ৩৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেখানে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ২৬ লক্ষ। ৬ জানুয়ারি, ২০২১, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালায়। যার জেরে দীর্ঘ দুই বছর বন্ধ করে দেওয়া হয় ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়ে এক বার্তায় জানিয়েছে, "আজ থেকে ডোনাল্ড জে. ট্রাম্পের ইউটিউন চ্যানেলে আর কোন বিধিনিষেধ নেই। তিনি এখন নতুন কন্টেন্ট আপলোড করতে পারবেন।" মেটা গত জানুয়ারিতেই ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়।  

জানা গিয়েছে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট, যাতে ৮৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে, ইউএস ক্যাপিটল হিংসার জেরে সেটিও ব্লক করা হয়েছিল। পরে, যখন টুইটারের দায়িত্ব ইলন মাস্ক কাঁধে তুলে নেন তখন তিনি গত বছরের নভেম্বরে ট্রাম্পের বন্ধ অ্যাকাউন্ট ফের চালু করেন, তবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে নতুন কিছু এখনও পোস্ট করা হয়নি।

Donald Trump
Advertisment