Advertisment

ক্ষমতায় ফিরলেই ভারতীয় পণ্যে কর আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump arrest, Donald Trump, Donald Trump indictment, What is the case against Donald Trump, stormy daniels, donald trump, stormy daniels donald trump affair, porn star stormy daniels, donald trump stormy daniels case, When will Donald Trump be arrested, Indian Express

'ক্ষমতায় এলে কর আরোপ করব' ভারতকে হুমকি ট্রাম্পের। বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ বলেও অভিহিত করেছেন। এর আগে ভারতকে ‘ট্যারিফ কিং’ বলেও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মতো ভারতকেও শুল্কমুক্ত সুবিধা দিতে হবে।

Advertisment

ভারতীয় পণ্যের ওপর কর আরোপের হুমকি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরে এলে তিনি ভারতীয় পণ্যের ওপর কর আরোপ করবেন এমনটাই জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'ভারত যদি আমাদের ওপর কর আরোপ করে, আমিও ভারতীয় পণ্যের ওপর সেই হারে কর আরোপ করতে চাই'। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিছু মার্কিন পণ্যের উপর ভারতের উচ্চ শুল্কের হার প্রসঙ্গ তুলেছেন। আগামী বছর ক্ষমতায় এলে ভারতীয় পণ্যের ওপর কর আরোপ করার হুমকি দিয়েছেন তিনি।

এপ্রসঙ্গে তিনি হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর আরোপিত কর প্রসঙ্গে মুখ খুলেছেন। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ক্ষমতায় থাকাকালীন ভারতীয় পণ্যের ওপর করের হার কমিয়েছিলাম, কিন্তু ভারত মার্কিন পণ্যের ওপর শুল্প ক্রমাগত বাড়িয়েই চলেছে। কোন কোন মার্কিন পণ্যের ওপর শুল্ক হার ১০০ শতাংশ, ১৫০ শতাংশ, ২০০ শতাংশ'।এপ্রসঙ্গেই তিনি টেনে আনে হার্লে ডেভিডসন মোটর সাইকেলের প্রসঙ্গ । ট্রাম্প আরও বলেন, ভারতে তৈরি কোন মোটর সাইকেল মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে শুল্ক ছাড়াই বিক্রি করা সম্ভব। সেখানে মার্কিন পণ্যের ওপর এত শুল্প কেন আরোপ অরা হয়?

GSP-এর আওতায় একাধিক দেশের পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হয় না। মার্কিন বাজারে সেই সকল পণ্য তুলনায় কম দামে কিনতে পারেন ক্রেতারা। তবে ভারতীয় বাজারে প্রবেশ করা মার্কিন পণ্যগুলোর উপর শুল্ক চাপিয়ে থাকে দিল্লি। যা এর আগেই প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ট্রাম্প অনুরোধ করেছিল। ২০১৯-এ ভারতীয় পণ্যের ওপর GSP বাতিলও করে ট্রাম্প। দিল্লি মার্কিন পণ্যে শুল্ক কমাতে রাজি না হওয়ায় ক্ষমতায় ফিরলে পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের।

Donald Trump
Advertisment