Trump Interview: এ বছরের শেষের দিকে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রচারে ব্যস্ত রিপাবলিকান এবং ডেমোক্র্যাট শিবির। এর মাঝেই ফের কালো দাগের সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র । রিপাবলিকান নেতা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে। এই হামলায় গুলি ট্রাম্পের কান স্পর্শ করে বেরিয়ে যায়। ট্রাম্প নিরাপদে রয়েছে । হামলাকারী বন্দুকধারীকে হত্যা করেছে সিক্রেট সার্ভিস এজেন্সির কর্মীরা। সমাবেশে উপস্থিত আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার নিন্দা করেছেন। ট্রাম্পকে গুলি করার পর তাঁর দ্বিতীয় ভাষণে বাইডেন বলেছেন, হিংসার আবহে দেশের আজ সব চেয়ে বেশি শান্তির প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, "হামলাকারীর বাড়ি ও গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল বিস্ফোরক"।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর মারাত্মক হামলার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আজ দ্বিতীয়বারের মতো জনসাধারণের উদ্দেশে ভাষণ দিয়েছেন। আজ ভারতীয় সময় সকাল ৬টায় ভাষণে তিনি হামলার নিন্দা জানান। আমেরিকান সমাজে হিংসার ঘটনা প্রসঙ্গে বাইডেন বলেন, "আমরা এই পথকে কোন ভাবেই সমর্থন করিনা"। আমাদের ইতিহাসে আমরা অনেক হিংসার সাক্ষী থেকেছি।" একই সঙ্গে তিনি হামলার সময় নিহত এক সাধারণ মানুষের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাকে একজন 'বীর' হিসেবে বর্ণনা করেন"।
মার্কিন সময় অনুযায়ী শনিবার সকালে এবং ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়। পেনসিলভানিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী সমাবেশে গুলি চালানোর পর অল্পের জন্য রক্ষা পান তিনি। ট্রাম্প-র নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপাররা ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকসকে গুলি করে হত্যা করেন। ঘটনার পর ট্রাম্প-র নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সিক্রেট সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন - < Donald Trump: শান্ত-নিরীহ স্বভাবের মেধাবী ছেলেটা কীভাবে গুলি করল ট্রাম্পকে? ভাবাচ্ছে FBI >
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিউইয়র্ক পোস্টকে বলেন, বেঁচে থাকার পরেও মনে হচ্ছে আমি মরে গিয়েছি"। সাক্ষাত্কারে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, "আমার এখন এখানে থাকার কথা নয়, মৃত্যু প্রায় নিশ্চিত ছিল"। তিনি বলেন, "ডানদিকে মাথা সামান্য কাত না করলে আমি ওখানেই মারা যেতাম"। এখনও বেঁচে আছি এটা আমার ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা। অনেকে বলছেন ঈশ্বর আমাকে রক্ষা করেছেন"। পাশাপাশি তিনি বন্দুকবাজকে হত্যা করার জন্য সিক্রেট সার্ভিস এজেন্টদের প্রশংসা করেন।