Advertisment

Donald Trump: মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা, প্রচার সভায় গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প!

Donald Trump shot at during rally: গুলি চালানোর পরেই ট্রাম্প চিৎকার করে ওঠেন। গোটা সভাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। পাল্টা গুলিতে বন্দুকবাজ নিহত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার কড়া নিন্দা করেছেন। একইসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump shot at during rally, ডোনাল্ড ট্রাম্পকে গুলি

Donald Trump shot: মার্কিন মুলুকে একটি সভায় গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প। ছবি: AP-এর সৌজন্যে।

Donald Trump shot at during rally: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভানিয়ায় একটি প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন। সেখানেই মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। ঠিক সেই সময়ে এক অজ্ঞাত পরিচয় হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলেন, "আমাকে গুলি করা হয়েছিল। গুলি আমার ডান কানের উপরের অংশে লেগেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে।"

Advertisment

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পরেই ট্রাম্প চিৎকার করে ওঠেন। তাঁর কান ধরে চিৎকার করতে থাকেন তিনি। এরই মধ্যে সিক্রেট সার্ভিসের কর্মীরা রিপাবলিকান প্রার্থীকে ঘিরে ফেলেন। তাঁর মুখের ডান পাশে রক্তের ছিটা দেখা যায়। তিনি উঠে দাঁড়িয়ে হাত মুঠো করার সঙ্গে সঙ্গেই জনতা করতালিতে ফেটে পড়ে। তবে এর কিছুক্ষণের মধ্যে ট্রাম্প সেখান থেকে বেরিয়ে যান।

সংবাদ সংস্থা রয়টার্সেরমতে, ভিড়ের মধ্যে একজন ট্রাম্প সমর্থক চারটি গুলির কথা জানিয়েছেন। ওই ব্যক্তি বলেছেন, "আমি প্রায় চারটি গুলির শব্দ শুনেছি। আমি একজনকে নীচে নেমে যেতে দেখেছি। তারপরে ট্রাম্পও দ্রুত হাসলেন। তারপর সিক্রেট সার্ভিসের সবাই লাফিয়ে তাকে যত তাড়াতাড়ি সম্ভব রক্ষা করেছিল।" তবে এখনও পর্যন্ত ওই হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো জানা যায়নি। সিক্রেট সার্ভিসের একটি বিবৃতি অনুসারে, হামকালারী বন্দুকবাজ নিহত হয়েছে। এছাড়াও সমাবেশে অংশগ্রহণকারী একজনও নিহত হয়েছে, আরও দু'জন আহত হয়েছে।

গুলি চালানোর পর ডোনাল্ড ট্রাম্প যা বললেন:

ট্রাম্পের প্রকাশিত এক বিবৃতিতে, তিনি আমেরিকার সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের "গুলিচালনার পরপরই দ্রুত প্রতিক্রিয়া"য় ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেন, “এটি অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন একটি কাজ হতে পারে। হামলাকারী যে এখন মারা গেছে সে সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।”

গুলি চালানোর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প আরও জানান, গুলিটি তাঁর ডান কানের উপরের অংশে বিদ্ধ হয়েছে। তাঁর কথায়, “আমি হঠাৎই গুলির শব্দ শুনলাম। মুহূর্তের মধ্যে গুলিটি আমার চামড়া দিয়ে ছিঁড়ে বেরিয়ে গেল। অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই বুঝতে পারলাম কি হচ্ছে। ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন!।”

আরও পড়ুন- Odisha News: রাজভবনের ভিতরেই আধিকারিককে মার, চটি চাটার নিদান, চাঞ্চল্যকর অভিযোগে দেশ জুড়ে তোলপাড়

এরই পাশাপাশি তিনি সমাবেশে নিহত ব্যক্তি এবং গুরুতর আহত অন্য ব্যক্তিদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই জঘন্য কাজের সময় পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য আইন প্রয়োগকারী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ভালো আছেন এবং একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে পরীক্ষা করা হচ্ছে।

বাইডেন ও ওবামা হামলার নিন্দা জানিয়েছেন

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন, "আমেরিকাতে এই ধরণের সহিংসতার কোনও স্থান নেই।"

প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন, তিনি বলেছেন, "আমাদের গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই।"

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছিলেন, “ডগ এবং আমি স্বস্তি পেয়েছি যে তিনি গুরুতর আহত নন। আমরা তার জন্য, তার পরিবার এবং এই শুটআউটে যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি। … আমাদের সকলকে অবশ্যই এই ঘৃণ্য কাজের নিন্দা করতে হবে এবং এটি যাতে আরও সহিংসতার দিকে পরিচালিত না করে তা নিশ্চিত করার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে।"

Donald Trump USA Shootout
Advertisment