New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/trump-759.jpg)
ডোনাল্ড ট্রাম্প।
চিন থেকে কোনও বিমান আমেরিকায় ঢুকবে না, বুধবার এমন নিষেধাজ্ঞার কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ডোনাল্ড ট্রাম্প।
করোনা আবহে চিন ও আমেরিকার মধ্য়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। চিন থেকে বিমান ঢোকার রাস্তা এবার বন্ধ করে দিল আমেরিকা। চিন থেকে কোনও বিমান আমেরিকায় ঢুকবে না, বুধবার এমন নিষেধাজ্ঞার কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভ্রমণ ও বাণিজ্য়ে চাপা উত্তেজনার আবহে আমেরিকার এহেন সিদ্ধান্ত নয়া মোড় নিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, আমেরিকার পরিবহণ দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ১৬ জুন থেকে চিনের ৪টি বিমান সংস্থার যাত্রীবাহী উড়ান আমেরিকার উদ্দেশে ও আমেরিকা থেকে যাতায়াত করবে না।
আরও পড়ুন: ভারত-চিন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মোদী-ট্রাম্প, প্রথা ভেঙে জানাল বিদেশ মন্ত্রক
উল্লেখ্য়, চলতি বছরে করোনা পরিস্থিতির জেরে ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের বিমান পরিষেবা বন্ধ থাকার পর তা ফের চালুর ব্য়াপারে চিন সদিচ্ছা দেখায়নি, তারপরই এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প সরকার। আমেরিকার পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, দু'দেশের মধ্য়ে উড়ান পরিষেবা সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করছে চিন।
আরও পড়ুন: সীমান্তে জট কাটাতে তৃতীয় কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই: বেজিং
প্রসঙ্গত, করোনার প্রকোপ নিয়ে প্রথম থেকেই চিনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে আমেরিকাকে। করোনাভাইরাসকে 'চাইনিজ ভাইরাস' বলেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে করোনা সংক্রমণের নিরিখে চিনকে ছাপিয়ে শীর্ষে আমেরিকা। এই প্রেক্ষাপটে বিমান পরিষেবায় এহেন নিষেধাজ্ঞা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন