ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধারে সচেষ্ট ভারত। তবে আগে থেকে ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশটির সীমান্তে না যাওয়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের। শনিবারই এব্যাপারে একটি নোটিশ জারি করেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস।
ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা। চলছে গোলা-বর্ষণ। একের পর এক ইউক্রেনীয় সেনা-ঘাঁটি দখলে নিচ্ছে পুতিন-ফৌজ। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের।
শনিবার ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে জারি করা ওই নোটিশে বলা হয়েছে, 'বিভিন্ন সীমান্ত চেকপোস্টের পরিস্থিতি সংবেদনশীল। দূতাবাস আমাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে অনবরত যোগযোগ রাখছে। তবে আগে থেকে জানানো ছাড়া যে ভারতীয়রা সীমান্তের চেকপোস্টগুলিতে পৌঁচ্ছচ্ছেন, তাঁদের সাহায্য করা বর্তমান পরিস্থিতিতে ক্রমশ কঠিন বলে মনে হচ্ছে।'
আরও পড়ুন- ভারতীয়দের ফেরাতে তৎপরতা, রোমানিয়া-হাঙ্গেরিতে আজই উদ্ধারকারী বিমান
একইসঙ্গে ইউক্রেনের ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, 'ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহরগুলি তুলনামূলকভাবে নিরাপদ। তাই সতর্কতা ছাড়াই সীমান্ত চেকপয়েন্টগুলিতে না গিয়ে বরং সেখানেই নিরাপদ স্থানে থাকুন।'
আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন পোপ ফ্রান্সিস, আহ্বান জানালেন বিশ্বশান্তি বজায় রাখার
ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সহায়তার জন্য কন্ট্রোলরুম চালু করেছে বিদেশ মন্ত্রক। কন্ট্রোলরুমের টোল ফ্রি নম্বর হল 1800118797, +91 11 23012113, +91 11 23014104 এবং +91 11 23017905। এছাড়াও mea.gov.in মারফত ইমেলেও যোগাযোগ করা যেতে পারে। ইউক্রেনের সব ভারতীয় নাগরিকদের সীমান্ত পোস্টে এবং কিয়েভের ভারতীয় দূতাবাসের জরুরি নম্বরগুলিতে ভারত সরকারের আধিকারিকদের সঙ্গে পূর্ব যোগাযোগ ছাড়া কোনও সীমান্ত পোস্টে না যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
Read story in English