দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়া ছাড় ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। কেজরিওয়াল তাঁর চিঠিতে উল্লেখ প্রবীন নাগরিকদের রেলে ছাড়ের বিষয়টি ফিরিয়ে আনার আগেবন জানান প্রধানমন্ত্রীকে।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অন্যসারে ,কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে লিখেছেন, 'দেশের প্রবীণ মানুষরা গত কয়েক বছর ধরে রেল ভ্রমণে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। এর সুফল পেতেন দেশের কোটি কোটি প্রবীণ নাগরিক। কোভিডকালে আপনার সরকার প্রবীনদের এই সুবিধা প্রত্যাহার করে। এখন পরিস্থিতি স্বাভবিক এমন পরিস্থিতিতে আমি আপনাকে আবারও রেল ভাড়ায় প্রবীণ নাগরিকদের ছাড় ফিরিয়ে আনার আবেদন করছি'।
কোভিড পরিস্থিতির আগে, দেশের প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়া হত। কোভিডের আগে, ভারতীয় রেল ৬০ বছর বা তার বেশি বয়সীদের পুরুষদের রেল ভাড়ায় ৪০ শতাংশ ছাড় দিত এবং ৫৮ বছর বয়সী মহিলাদের জন্য ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এই ছাড়টি মেল/এক্সপ্রেস/রাজধানী/শতাব্দী/দুরন্ত এক্সপ্রেসের মত প্রথম শ্রেণীর ট্রেনে দেওয়া হত। এই সুবিধাটি ২০ মার্চ, ২০২০ সালে কোভিড পরিস্থিতিতে প্রত্যাহার করা হয়।
কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "এটা টাকার প্রশ্ন নয়, এটা এক উদ্দেশ্যের প্রসঙ্গ। প্রসঙ্গত এই ছাড় প্রত্যাহারের পর সরকার ঘোষণা করে এর ফলে সরকারের ১৬০০ কোটি টাকা সাশ্রয় হয়। কেজরিওয়াল সরকারকে লেখা চিঠিতে উল্লেখ করেন, টাকার এই পরিমাণটা সমুদ্র থেকে এক ফোঁটা জল তুলে নেওয়ার মতো। এটা ব্যয় করলে কেন্দ্রীয় গরীব হবে না। বা এই টাকায় কেন্দ্র ধনীও হবে না। দেশের প্রবীণদের স্বার্থে এই ছাড় ফিরিয়ে আনা আবশ্যিক বলেও উল্লেখ করেন কেজরিওয়াল।