Advertisment

বিশ্বকাপ ফাইনালের দিন উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান, ভয়ঙ্কর সতর্কবার্তায় কাঁপছে দেশ

হুমকি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Khalistan, Gurpatwant Singh Pannun, Gurpatwant Singh Pannun video, Khalistan terrorist, Canada, US, Sikhs for justice, SFJ chief, Gurpatwant Singh Pannun SFJ chief, Khalistan movement, Air India, IGI airport",

বিশ্বকাপ ফাইনালের দিন উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান, ভয়ঙ্কর সতর্কবার্তায় কাঁপছে দেশ

‘19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করবেন না’। ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত পান্নু। তার এই হুমকির পরই দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Advertisment

নিষিদ্ধ সংগঠন 'শিখ ফর জাস্টিস'-এর প্রধান খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুন আবারও ভারতকে হুমকি দিয়েছেন। পান্নু সোশ্যাল মিডিয়ায় একটি অডিও-ভিডিও বার্তার মাধ্যমে সতর্ক করেছেন যে শিখ সম্প্রদায়ের কোনও ব্যক্তি 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করবেন না। তা করলে যে কোন মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে বলেও সতর্কবার্তায় জানিয়েছেন তিনি।

ভারতকে সতর্ক করার সময় খালিস্তানি সন্ত্রাসবাদী আরও বলেছে যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এ দিন বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ১৯ নভেম্বর 'বিশ্ব সন্ত্রাস কাপ'-এর ফাইনালের দিন। 'ক্রিকেট বিশ্বকাপ'কে 'বিশ্ব সন্ত্রাস কাপ' আখ্যা দিয়ে এই হুমকি দিয়েছেন তিনি। আহমেদাবাদে এই  বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। পান্নু এবার এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।পাশাপাশি 'পাঞ্জাবের স্বাধীনতা নিয়ে গণভোট শুরু করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন' তিনি।

গুরপতবন্ত পান্নু হুমকির সুরে সতর্কও করেছেন যে এই বিমানবন্দরের নাম হবে শহীদ বিয়ন্ত সিং, শহীদ সতবন্ত সিং খালিস্তান বিমানবন্দর। বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তারক্ষী ছিলেন, যিনি 31 অক্টোবর, 1984-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন।

পান্নুও আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি দিয়েছিলেন। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে পুলিশ। আহমেদাবাদ সাইবার পুলিশ স্টেশনে এই এফআইআরটি নথিভুক্ত করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ফোন কলের মাধ্যমে পান্নু এইসব হুমকি দিয়েছিলেন।

উল্লেখ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় খালিস্তানি  বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়ে সংসদে দেওয়া এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। এরপরই দুই দেশের সম্পর্কে তিক্ততা দেখা দেয়। কানাডা একজন ভারতীয় কূটনীতিককে ফেরত পাঠালে ভারতও একই ভাষায় জবাব দেয় এবং একজন কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে। এর পরে, কানাডা তার নাগরিকদের ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে যাওয়া এড়াতে পরামর্শ দিয়েছে, অন্যদিকে ভারতও তার নাগরিকদের কানাডা ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই পান্নু কানাডায় ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে, নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নুকে শিখদের বলতে শোনা যায়, 'আপনি 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভ্রমণ করবেন না। আপনার জীবন বিপদে পড়তে পারে। 19 ই নভেম্বর বিশ্বব্যাপী অবরোধ হবে এবং আমরা এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেব না’। এছাড়া ভিডিওতে তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের হুমকিও দিয়েছেন।

এর আগেও গুরপতবন্ত সিং হামলার হুমকি দিয়েছিলেন। ইজরায়েলে হামাসের হামলার পরও পান্নু একটি ভিডিও প্রকাশ করেছিলেন। এতে তিনি হামাসের মতো ভারতে হামলার হুমকি দিয়েছিলেন।

Air India
Advertisment