We have decided to show BTV World, a channel owned by Bangladesh TV, on the DD Free Dish which will be available for the viewers of Doordarshan in our country. At the same time, DD India would be made available in Bangladesh: Union Min @PrakashJavdekar @DrSJaishankar @ihcdhaka pic.twitter.com/q7hxv3uq4H
— PIB India (@PIB_India) June 19, 2019
কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, বাংলাদেশের বিটিভি ওয়ার্লড চ্যানেল ডিডি ফ্রি ডিশে দেখা যাবে, ভারতে ৩৫ মিলিয়ন ঘরে যার পরিষেবা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও জোট বাঁধা হয়েছে। যার ফলে সাউথ কোরিয়াতেও দেখানো হবে ডিডি ইন্ডিয়া। এছাড়া ভারতে দেখানো হবে দক্ষিণ কোরিয়ার কেবিএস চ্যানেল, যার সম্প্রচার ইংরেজিতে করা হয়।
প্রতিবেশী দেশের সঙ্গে এই পারস্পরিক সহযোগিতা খুবই গুরত্বপূর্ণ বলে মনে করছেন প্রকাশ জাভড়েকর। যা আরও দৃঢ় করবে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক।