Advertisment

যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিমুক্তি? ইজরায়েল-হামাস যুদ্ধে বিরাট আপডেট

অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে রাষ্ট্রসংঘ।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel-Hamas War

ইজরায়েলি সৈন্যরা গাজায় স্থল অভিযান চালাচ্ছেন। (রয়টার্স)

উত্তর গাজার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শনিবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। গাজায় ইজরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকার প্রায় অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১.৫ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে রাষ্ট্রসংঘ।

Advertisment

শনিবার ইজরায়েলি বাহিনী গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় মৃত্যু হয়েছে কয়েক ডজন প্যালেস্তাইনি শরণার্থীর। প্যালেস্তাইনের নিযুক্ত রাষ্ট্রসংঘের কর্মীরা এই তথ্য জানিয়েছেন।

শনিবার দক্ষিণ গাজার আবাসিক এলাকায় ইজরায়েলি সামরিক বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।  একই সময়ে, রাষ্ট্রসংঘরের শরণার্থী সংস্থা বলেছে যে উত্তর গাজায় বাস্তুচ্যুত সাধারণ নাগরিকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

ইসরায়েল আবারও জনগণকে দক্ষিণ গাজা থেকে সরে যেতে বলেছে, যাতে উত্তর দখলের পর দক্ষিণেও হামাসকেও আক্রমণ করতে পারে আইডিএফ। দক্ষিণ গাজায়, চার লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে উত্তর  থেকে পালিয়ে এসেছেন। এখন তাদের ফের দক্ষিন গাজা ছাড়তে বলায় আবার মানবিক সঙ্কট বাড়াতে পারে।

উত্তর থেকে পালিয়ে আসা লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই দক্ষিণের খান ইউনিস শহরে বসবাস করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুর সহযোগী মার্ক রেগেভ বলেছেন, আমরা জনগণকে দক্ষিন গাজা ছেড়ে অন্যত্র সরে যেতে বলছি। আমি জানি তাদের অনেকের জন্য এটা সহজ নয়, কিন্তু আমরা হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে চলেছি।

তথ্য অনুসারে, ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর, ইজরায়েলি সেনাবাহিনী গাজা শহরের বেশিরভাগ অংশে বোমাবর্ষণ করেছে, এটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং গাজার ২.৩ মিলিয়ন প্যালেস্তাইনি নাগরিকের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশকে বাস্তুচ্যুত করেছে। যারা ইতিমধ্যেই উত্তর গাজা থেকে দক্ষিনে পালিয়ে গেছেন তাদের অনেকেই আশঙ্কা করছেন তাদের পক্ষে ফেরা কঠিন। গাজায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ৫ হাজার শিশু।   

শনিবার গভীর রাতে, খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় উঁচু ব্লকে দুটি ভবনে বিমান হামলায় ২৬ জন প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে।  হামলায় ২৩ জন আহত হয়েছেন।

বন্দি মুক্তিতে যুদ্ধবিরতি?

মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস যুদ্ধে পাঁচ দিনের বিরতির বিনিময়ে গাজায় বন্দি  কয়েক ডজন নারী ও শিশুকে মুক্তি দিতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে বলে জানা গিয়েছে। 

রিপোর্ট অনুসারে "একটি বিস্তারিত, ৬পাতার চুক্তির অধীনে, যুদ্ধে অংশগ্রহণকারী সকল পক্ষ কমপক্ষে পাঁচ দিনের জন্য যুদ্ধ অভিযান স্থগিত করবে যেখানে প্রতি ২৪  ঘন্টায় ৫০ তার বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে”।

প্রতিবেদনে যোগ করা হয়েছে, "গাজায় বন্দী থাকা ২৩৯ জনের মধ্যে কতজনকে এই চুক্তির আওতায় ছেড়ে দেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।" রিপোর্টের প্রেক্ষিপ্তে হোয়াইট হাউস বা ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জর্ডান ইজরায়েলের তীব্র নিন্দা করেছে

জর্ডানের বিদেশমন্ত্রী আয়মান সাপাদি শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচনা করে একে প্যালেস্তাইনিদের বিরুদ্ধে নির্লজ্জ আগ্রাসন বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, ইজরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে গ্রাস করার হুমকি স্বরূপ। সাফাদি  বলেন, এই বিষয়ে পরিষ্কারভাবে কথা বলতে হবে, কারণ এটি ইসরায়েলের আত্মরক্ষা নয়, আগ্রাসন।

খান ইউনিস এলাকায় লিফলেট ফেলা হয়েছে...

ইজরাইল খান ইউনিস এলাকায় লিফলেট ফেলে বাসিন্দাদের নিরাপদ স্থানে  সরে যেতে বলেছে। সেখানে সামরিক অভিযান চালানোর কথা বলা হয়েছে।

ইজরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননে অ্যালুমিনিয়াম প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

ইসরায়েলি ড্রোন শনিবার ভোরে দক্ষিণ লেবাননের বাণিজ্য শহর নাবাতিহের বাইরে একটি অ্যালুমিনিয়াম প্ল্যান্টে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

Israel-Palestine clash
Advertisment