Advertisment

আকাশপথে আরও শক্তিশালী ভারত, বায়ুসেনার ভাঁড়ারে ঘাতক মিসাইল 'রুদ্রম-১'

শুক্রবার নয়া প্রজন্মের অ্যান্টি-রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের সামরিক ভাঁড়ারে জুড়ল আরও এক মারণাস্ত্র। শুক্রবার নয়া প্রজন্মের অ্যান্টি-রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও। বালাসোরে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হওয়ায় ভারতের সামরিক ভাণ্ডার আরও শক্তিশালী হল। নয়া এই মিসাইলের নাম রুদ্রম-১। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান থেকে এই মিসাইল শত্রুর উপর আছড়ে পড়বে।

Advertisment

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, এই নয়া প্রজন্মের তেজস্ক্রিয় প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। এটা দেশের প্রথম এই শ্রেণির ঘাতক মিসাইল তৈরি করেছে ডিআরডিও। ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে যুক্ত হবে এই মিসাইল। এই অসাধারণ প্রয়াসের জন্য ডিআরডিও এবং তাঁদের সহযোগীদের অনেক শুভেচ্ছা। ডিআরডিওর গবেষকরা জানিয়েছেন, এই মিসাইলের সাহায্যে বায়ুসেনা এয়ার ডিফেন্স সিস্টেম আরও মজবুত হবে। তেজস্ক্রিয়তা প্রতিরোধক শক্তি রয়েছে এই ক্ষেপণাস্ত্রে।

আরও পড়ুন বেঙ্গালুরু মডিউলের পর্দাফাঁস! এনআইএ’র জালে ২ ISIS জঙ্গি

শ্ত্রু শিবিরের রেডার ও কমিউনিকেশন সিস্টেমকে ভেঙে দিতে পারে এই নয়া প্রজন্মের মিসাইল। প্রায় ৮ বছর আগে এমন অ্যান্টি-রেডিয়েশন মিসাইল তৈরির কাজ শুরু করে ডিআরডিও। এতদিন পর সাফল্য এল। এর আগে ভারতীয় বায়ুসেনার অপারেশনাল ফাইটার স্কোয়াড্রনের মাধ্যমে প্রাথমিক টেস্ট করা হয় এই মিসাইলের। শুক্রবার চূড়ান্ত পরীক্ষায় সফল হয় রুদ্রম। সম্প্রতি সৌর্য মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। এটি একটি হাইপারসনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

DRDO IAF
Advertisment