Advertisment

DRDO-র করোনা ওষুধ 2-DG-র প্রতি স্যাসের দাম কত? জানুন

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হাসপাতালগুলোকে ছাড়ের বিনিময়ে সরবরাহ এই ওষুধ সরবরাহ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
2-DG-s priced at Rs 990 per sachet

ডিআরডিও করোনার টিকা টু-ডিজি।

ডক্টর রেড্ডি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি করোনার প্রতিষেধক এক স্যাশে ২-ডিজি'র দাম হতে চলেছে ৯৯০ টাকা। ক্লিনিক্যাল ট্রায়ালের পরে আগেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এই ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে।

Advertisment

করোনা সংক্রমণ রুখতে প্রতিষেধক তৈরির উদ্যোগ নিয়েছিল ডিআরডিও। ২০২০ সালে এপ্রিল মাসে এই ওধুষটি তৈরির কাজ শুরু হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর ২০২০ সালে মে মাসে এই ড্রাগটি দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছিল ডিসিজিআই। ২০২০ সালের মে থেকে অক্টোবর মাসে এই ড্রাগটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলে। এই মেয়াদে মোট ২২০ জন রোগীর উপর এই টু ডিজি প্রয়োগ করা হয়েছিল। পরীক্ষায় প্রমাণিত হয় এই ওষুধের ব্যবহার সম্পূর্ণ সুরক্ষিত। শুধু তাই নয় মৃদু উপসর্গ বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করার ক্ষেত্রে এই ড্রাগ অনেকাংশে কার্যকরী। ডিআরডিও-র দাবি, মৃদু উপসর্গ বিশিষ্ট যেসব রোগীর উপর এই প্রতিষেধক যে রোগীদের উপর এই টু ডিজি ব্যবহার করা হয়েছিল তাদের অক্সিজেনও দিতে হয়নি।

আরও পড়ুন- Bengal Coronavirus update: বাংলায় কমছে দৈনিক সংক্রমণের হার, আশা বাড়িয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা

এই প্রতিষেধক স্যাসেতে পাউডার আকারে মিলবে। খেতে হবে জলে গুলে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে, খোলা বাজারে ২ ডি অক্সি ডি গ্লুকোজের পাতার দাম পড়বে ১০ হাজার টাকা করে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

DRDO Corona India Corona Vaccine
Advertisment