Advertisment

Ram Mandir Ayodhya: মেঝেতে শুচ্ছেন-ডাবের জল খেয়ে দিন কাটাচ্ছেন মোদী, কী হল প্রধানমন্ত্রীর?

মাটিতে কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খাচ্ছেন শুধু ডাবের জল। হঠাৎ কী হল প্রধানমন্ত্রীর?

author-image
IE Bangla Web Desk
New Update
রাম জন্মভূমি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি অনুষ্টান, প্রধানমন্ত্রী মোদী মাটিতে ঘুমাচ্ছেন, নরেন্দ্র মোদী খাচ্ছেন শুধু নারকেল জল

মাটিতে কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খাচ্ছেন শুধু ডাবের জল। হঠাৎ কী হল প্রধানমন্ত্রীর?

রাম মন্দির উদ্বোধনের আর মাত্র ২ দিন। আগামী ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে ১১ দিনের আচার-অনুষ্ঠান পালন করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালি মাটিতে কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন তিনি। এই সময়ের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী স্রেফ পান করছেন ডাবের জল। ১১ দিনের আচার চলাকালীন শুধুমাত্র ডাবের জল পান করছেন মোদী। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ দিন ধরে বিশেষ আচার পালন করছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ২ দিন বাকি। আমি ভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হব। এই কথা মাথায় রেখে বিশেষ আচার শুরু করছি। আমি সকল মানুষের কাছে প্রার্থনা চাইছি। এই সময়ে, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি…সকল নিয়ম আন্তরিকতার সঙ্গে পালন করার'।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যজমানের ভূমিকা পালন করতে চলেছে মোদী। সূত্রের খবর, উপবাস চলাকালীন মাটিতেই কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাটিতে কম্বল বিছিয়ে ঘুমানোর নিয়ম মেনে চলছেন প্রধানমন্ত্রী মোদী। শাস্ত্রের ‘যাম নিয়ম’ অনুযায়ী সমস্ত নির্দেশ পালন করছেন তিনি।

২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। তার আগে পুরোদমে সেজে উঠেছে রাম নগরী। অযোধ্যায় না গিয়েও ঘরে বসেই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকুন ঘরে বসেই। রাম মন্দিরে রামলালের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনে। এছাড়াও লাইভ এই অনুষ্ঠান দেখা যাবে ইউটিউবেও।

সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে সমগ্র ধর্মীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সারা দেশের গ্রাম ও শহরের পাবলিক প্লেস ও মন্দিরে সরাসরি সম্প্রচার করা হবে। বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের সময় মূল আচার-অনুষ্ঠান পরিচালনা করবেন। এই শুভ উপলক্ষে কোটি কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের বেশ কয়েকটি ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন : < Mahua Moitra: বাড়ি ছাড়া করতে হাজির কেন্দ্রীয় দল, বিরাট বিপাকে মহুয়া মৈত্র >

শুধু ২২ শে জানুয়ারী নয়, ২৩শে জানুয়ারি দূরদর্শনে বিশেষ আরতি এবং মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর্বটিও সরাসরি সম্প্রচার করা হবে। পিআইবি জানিয়েছে ভারত ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানটির সম্প্রচার সরাসরি দেখা যাবে ইউটিউবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। তবে বর্তমানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি। সম্পূর্ণ কভারেজটি বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন চ্যানেলে লাইভ এবং সম্প্রচার করা হবে।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক সাধু-ঋষিরা এখানে আসবেন। অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পরিবেশন করতে উত্তরপ্রদেশ সরকার এবং অযোধ্যা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। শ্রী রাম মন্দির নির্মাণ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ৮ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হলেও অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়াও রাম মন্দির উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হবে সারা দেশের প্রায় ৯ হাজার স্টেশনে। মন্ত্রক জানিয়েছে ২২ শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্টার সরাসরি সম্প্রচার সারা দেশের রেলস্টেশনের ৯ হাজার স্ক্রিনে দেখানো হবে। ভারতীয় রেলওয়ের মোট ৩৫৪ টি স্টেশন রয়েছে যেগুলির নামে ‘রাম’ শব্দ রয়েছে। ৫০ টিরও বেশি স্টেশন ‘রাম’ শব্দ দিয়ে শুরু হচ্ছে। এই স্টেশনগুলিকে সাজানোর পরিকল্পনাও রয়েছে রেলের।

একটি বিবৃতি জারি করে, রেল মন্ত্রক বলেছে যে ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া প্রাণ প্রতিষ্টা দেশের সমস্ত প্রধান স্টেশনে সম্প্রচার করা হবে। ৯ হাজার স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। রেলের তরফে আরও জানানো হয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে ও তার পরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে রেলস্টেশনগুলিতে লাগানো স্ক্রিনে। যাতে সেখানে উপস্থিত না থাকা যাত্রীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের দেওয়া তথ্য অনুসারে, রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান ২২ শে জানুয়ারি দুপুর ১২.২০ মিনিটে শুরু হবে এবং দুপুর ১টার মধ্যে শেষ হবে এই অনুষ্ঠান। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় রাম লালার মূর্তি। অপেক্ষার আর দুদিন। ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ আচার-অনুষ্ঠান পর্ব। বুধবারই মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। ৫১ ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তিটি তৈরি করেছেন মহীসুরের ভাস্কর অরুণ যোগীরাজ। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটি।

Ram Temple modi
Advertisment