Advertisment

রথের সময় চাইলেও পুরীতে করা যাবে না এই কাজ, অনিয়মে বড় বিপদ

২০ জুন রথযাত্রা। কোটি ভক্তের সমাগম হবে শ্রীক্ষেত্র পুরীতে।

author-image
IE Bangla Web Desk
New Update
drones banned near puri and jagannath temple area ahead of rath yatra , রথের সময় চাইলেও পুরীতে করা যাবে না এই কাজ, অনিয়মে বড় বিপদ

রথযাত্রায় সেজে উঠছে পুরী।

তৈরি হচ্ছে রথ, সেজে উঠছে পুরী। ২০ জুন রথযাত্রা। কোটি ভক্তের সমাগম হবে শ্রীক্ষেত্র পুরীতে। প্রশাসনের নজরে ভক্তদের সুরক্ষা। এই পরিস্থিতে পুরীতে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Advertisment

বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে চান বহু ভক্ত। কিন্তু প্রশাসনের নির্দেশিকায় এবার সেই ইচ্ছায় বাধ সাধল।

চলতি মাসের ২০ তারিখ জগন্নাথদেবের রথযাত্রা। ২৯শে জুন উল্টো রথ, অর্থাৎ মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। এই উপলক্ষে সোমবারই রথযাত্রা উৎসব চলাকালীন পুরী পুলিশের তরফে ড্রোন ওড়ানোয় নির্দেশ জারি করা হয়েছে। যা ১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। নিয়ম ভাঙলেই দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে পুলিশ।

ডিজিসিএ- র নিয়ম মোতাবেক ইউআইএন নম্বর ছাড়া কোনও ড্রোন ওড়ানো যাবে না। রথের সময় পুরীর জগন্নাথ মন্দির চত্বরকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই মন্দির চত্বরে কাউকে ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হবে না। পুলিশ জানিয়েছে, পুরীতে কারও সম্পত্তির ক্ষতি বা কোনও ব্যক্তির আঘাত লাগলে, তার জন্য দায়ী থাকবে ড্রোনের অনৈতিক ব্যবহার। ড্রোন ব্যবহার সংক্রান্ত অনুমতিপত্র বা বৈধ নথি যাচাই করার জন্য থাকবে। জেলা পুলিশের হাতেই থাকবে একমাত্র ড্রোন ওড়ানোর অনুমতি। নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোন উড়িয়ে তারা নজর রাখবে।

odisha Drone Puri Rath Yatra 2023
Advertisment