scorecardresearch

মাঝ আকাশে মদ্যপ অবস্থায় মহিলা বিমানকর্মীর শ্লীলতাহানি, হাড়হিম ঘটনায় হুলস্থূল, গ্রেফতার..!

ঘটনায় গ্রেফতার ৬৩ বছর বয়সী এক সুইডিশ নাগরিক

IndiGo, Swedish National, IndiGo Cabin Crew, Molestation, Mumbai Police, Bangkok, Bangkok-Mumbai Flight, Thailand-India Flight, IndiGo Flight, International Flight, Unruly Passenger,Indigo, Swedish national, IndiGo cabin crew, Molestation, Mumbai Police, Bangkok
মাঝআকাশে মদ্যপ অবস্থায় মহিলা বিমানকর্মীর শ্লীলতাহানি, হাড়হিম ঘটনায় হুলস্থূল, গ্রেফতার..!

ব্যাংকক থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমান হুলস্থূল কাণ্ড! বিমানের ভিতরই মদ্যপ অবস্থায় বিমানকর্মীকে শ্লীলতাহানি, হাড়হিম ঘটনায় গ্রেফতার ৬৩ বছর বয়সী এক সুইডিশ নাগরিক

জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ক্লাস এরিক হেরাল্ড জোনাসম। ৩০ মার্চ ব্যাংকক-মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে এক মহিলা কেবিন ক্রু’কে শ্লীলতাহানির অভিযোগে মুম্বইয়ে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো ফ্লাইটটি অবতরণের পর মহিলা বিমান কর্মীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি থাইল্যান্ড থেকে ভারতে আসার সময় মাঝআকাশেই ইন্ডিগো’র ফ্লাইট অ্যাটেনডেন্টের শ্লীলতাহানি করেন। সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে অভিযোগের পরে অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাকে আন্ধেরি আদালতে হাজির করা হয়, শনিবার ইন্ডিগোর এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং এই বিষয়ে মুম্বই পুলিশ আন্ধেরি আদালতে একটি চার্জশিট পেশ করেছে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় এয়ারলান্সের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করেছে তারা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত তিন মাসে থাইল্যান্ড-ভারত ফ্লাইটে এটি দ্বিতীয় ঘটনা।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Drunk 63 year old swedish national molests indigo cabin crew on bangkok mumbai flight arrested