scorecardresearch

দিল্লি-ব্যাঙ্গালুরু ‘ইন্ডিগো’র বিমানে হুলস্থূল, মদ্যপ অবস্থায় মাঝআকাশে ‘তাণ্ডব’ যাত্রীর  

দিল্লি থেকে ব্যাঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে হুলস্থূল

ndigo, indigo passenger, indigo delhi, indigo flight, indigo delhi mumbai, indigo passenger, indigo emergency exit, indigo bengaluru delhi, indigo drunk passenger, indigo passenger arrest, indigo drunk passenger video",
মদ্যপ অবস্থায় ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ইন্ডিগো’র যাত্রী দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে

দিল্লি থেকে ব্যাঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে মাঝআকাশেই হুলস্থূল! বিমানের এক মদ্যপযাত্রী মাঝআকাশেই বিমানের আপদকালীন দরজা(Emergency Door Flap) খুলতে উদ্ধত হন। বিমানটি বেঙ্গালুরুতে পৌঁছাতেই ওই যাত্রীকে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়।

দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে এই ঘটনার জেরে বছর ৪০-এর এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ইন্ডিগোর এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ফ্লাইটের এমার্জেন্সী গেট (Emergency Door Flap) খোলার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে Indigo 6E 308, বিমানে। শুক্রবার বিমানটি সকাল ৭টা ৫৬মিনিটে  দিল্লি বিমানবন্দর ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানকর্মীরা ক্যাপ্টেনকে সতর্ক করেন। বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে সিআইএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এর আগে ১ লা এপ্রিল, ব্যাংকক থেকে মুম্বাই যাওয়ার ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় এক সুইডিশ ব্যক্তি বছর ২৪-এর এক কেবিন ক্রু’র শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, এক সহযাত্রীকে মারধর করেন তিনি। এই ঘটনার জেরে মাঝআকাশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এই  ঘটনাটি ঘটে ইন্ডিগো’র 6E-1052 ফ্লাইটে।

এর আগে ২৬ শে মার্চ, এবং ২২ শে মার্চও  ইন্ডিগো’র দুটি বিমানে মদ্যপ অবস্থায় যাত্রীদের তান্ডবের চিত্র ধরা পড়ে। একই সঙ্গে গত বছরের  ২৬ নভেম্বর, নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মদ্যপ এক যাত্রী একজন পাশের আসনে বসা বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনাকে ঘিরে হুলস্থূল পড়ে যায়।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Drunk indigo passenger booked for attempting to open emergency exit flap midair