Advertisment

দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের পাঠ্যসূচি থেকে বাদ মহাশ্বেতা দেবীর 'দ্রৌপদী'! তুঙ্গে বিতর্ক

Delhi University: স্নাতক কোর্সের পাঠ্যসূচি নির্ণয়ে তৈরি এই কমিটি সিলেবাসে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahasweta Devi, Delhi University, Syllabus Commitee

এক আদবাসী মহিলার গল্প দ্রৌপদী।

Delhi University: দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে বিএ ইংলিশ (অনার্স) পাঠ্যসূচি থেকে বাদ গেল মহাশ্বেতা দেবীর ছোটগল্প দ্রৌপদী। তবে শুধু মহাশ্বেতা দেবীর ছোটগল্প নয়, দুই দলিত সাহিত্যিকের গল্পও বাদ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটি। বামা এবং সুকৃতারিণীর গল্পও বাদ গিয়েছে। সিলেবাস কমিটির এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫ সদস্য। এই সংশোধিত পাঠ্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে কতৃপক্ষকে নোট পাঠিয়েছেন তাঁরা।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, স্নাতক কোর্সের পাঠ্যসূচি নির্ণয়ে তৈরি এই কমিটি সিলেবাসে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল। এই প্রসঙ্গে একাডেমিক কাউন্সিলের সদস্য মিথুরাজ ধুসিয়া, ‘সিলেবাস কমিটির এই উদ্যোগের আমরা তীব্র প্রতিবাদ করেছি। শিক্ষক, কোর্স কমিটি এবং স্ট্যান্ডিং কমিটিকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘

তাঁর অভিযোগ, বামা এবং সুকৃতারিণীর গল্প সরানো হয়েছে। তারপর আদিবাসী মহিলাকে উৎসর্গ করে লেখা মহাশ্বেতা দেবীর দ্রৌপদীও সরানো হয়েছে পাঠ্যক্রম থেকে। এটা বিস্ময়ের ব্যাপার যে ইংলিশ (অনার্স) বিভাগের কোনও বিশেষজ্ঞ নেই এই সিলেবাস কমিটিতে। তাঁদের অনুপস্থিতিতেই এভাবে পাঠ্যসূচি বদলে দেওয়া হল। এই ধরণের সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তি নেই।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

PG Course Syllabus Commitee Delhi University Mahasweta Devi
Advertisment