ওড়িশার বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন রবিবার (৪ জুন) বাতিল করা হয়েছে। পাশাপাশি, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
বাতিল ট্রেনের তালিকা
- ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।
- ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন।
- ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস।
- ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।
- ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।
- ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
- ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর।
- ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।
- ০৮০৩১ বালাসোর-ভদ্রক।
- ০৮০৩২ ভদ্রক-বালাসোর।
- ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
- ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।
- ০৮৪১৫ জলেশ্বর-পুরী।
- ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।
- ১৮০২১ খড়্গপুর-পুরী রোড এক্সপ্রেস।
- ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।
- ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
- ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
যাত্রাপথ সংক্ষিপ্ত
কটক থেকে ছাড়বে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
যাত্রাপথ বদল
২২৮১২ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, ঝারসুগুড়া দিয়ে ঘুরে যাবে।
আরও পড়ুন- আহতদের চিকিৎসায় খামতি না-রাখার আশ্বাস মোদীর, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি অভিষেক-বাঘেলদের
রেলের তরফে জানানো হয়েছে বালাসোরে দুর্ঘটনাস্থলের উদ্ধার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। তবে, সেটা কত তারিখের মধ্যে হবে, তা জানাতে পারেননি রেলকর্তারা। যার ফলে বাতিল ও পরিবর্তিত গতিপথের ট্রেনসংখ্যা বাড়তে পারে বলেই মনে করছেন যাত্রীরা।