লিবিয়া থেকে ভারতীয়দের মুক্তি: গত ছয় মাস ধরে লিবিয়ায় আটকে থাকা ১৭ ভারতীয়কে গত মাসেই ত্রিপোলি জেল থেকে মুক্তি দেওয়া হয়। এখন তাদের সকলকেই রবিবার নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়েছে। রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি ব্যক্তিগতভাবে সকলকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচেষ্টা চালান।
গত ছয় মাস ধরে লিবিয়ায় আটকে থাকা ১৭ ভারতীয়কে ত্রিপোলি জেল থেকে মুক্তির পর ভারতে আনা হয়েছে। রবিবার সন্ধ্যায় সকলেই দিল্লি বিমানবন্দরে পৌঁছায়। ভারতীয়দের নিরাপদে প্রত্যাবর্তনের বিষয়ে রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি জানিয়েছেন, সকলেই ট্রাভেল এজেন্টদের ফাঁদে পড়ে অবৈধভাবে ইতালি পৌঁছানোর সময় লিবিয়ায় তাদের আটক করা হয়।
স্বদেশে প্রত্যাবর্তনের জন্য, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে একটি বড় মিশন শুরু হয়। অবশেষে তা শেষ পর্যন্ত সফল হয়েছে। বেশিরভাগ যুবক পাঞ্জাব ও হরিয়ানার এবং কাজের সন্ধানে এজেন্টদের ফাঁদে পা দেন তারা। জানা গিয়েছে ১৭ জনের মধ্যে একজন কোনওভাবে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেনএবং তাদের দেশে ফেরানোর বিষয়ে আবেদন জানান।
রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি বলেছেন, 'ইতালি পৌঁছানোর আগে সকলেই লিবিয়ায় আটকে পড়েছিলেন। সবচেয়ে বড় উদ্বেগ ছিল সকলকে নিরাপদ লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা। স্থানীয় পুলিশ এবং তিউনিসিয়ার দূতাবাসের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গত ৩০ জুলাই, সকলকেই ত্রিপোলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। রাজ্যসভার সাংসদ ১৭ জন যুবককে ভারতে ফেরার পুরো খরচ বহন করেছেন এবং তাদের তাঁর কার্যালয় থেকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন।
জানা গিয়েছে এই ১৭ জনকে লিবিয়ায় একটি ছোট ধরে বন্দী করে রাখা হয়। মেলেনি প্রয়োজনীয় খাবার ও পানীয়। শুধু তাই নয়, তাদের সঙ্গে শারীরিক নির্যাতনও করা হয়। লিবিয়া একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা এবং এদেশে মাদক, মানব পাচার থেকে শুরু করে অবৈধ অস্ত্র চোরাচালানের মতো অপরাধ সংঘটিত হয়।