scorecardresearch

মর্মান্তিক! বেড়াতে এসে শ্লীলতাহানির শিকার ডাচ পর্যটক, খুনের চেষ্টায় ধৃত রেস্তোরাঁর কর্মী

অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশি জেরা

rape, molest, goa
অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশি জেরা

উত্তর গোয়ার পেরনেমে ঘুরতে এসে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ডাচ পর্যটক শ্লীলতাহানি এবং তাকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেস্তোরাঁরই এক কর্মীকে।

গোয়ায় বিদেশী পর্যটককে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে রিসর্টের এক কর্মী। উত্তর গোয়ার পেরনেমে ঘটে গেল হাড়হিম করা ঘটনা , রিসোর্টের এক কর্মী ডাচ পর্যটকের সঙ্গে দুর্ব্যবহার করেন সেই সঙ্গে তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এর পর তাকে খুনের চেষ্টাও করেও ওই কর্মী এমনটাই জানিয়েছে গোয়া পুলিশ।

অপর এক ব্যক্তি ওই ডাচ পর্যটককে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত কর্মী তাকেও খুনের চেষ্টা করে বলে জানা গিয়েছে। অভিযুক্তের নাম অভিষেক ভার্মা। একই সঙ্গে আহত ব্যক্তির নাম ইউরিকো। পুলিশ সুপার (এসপি) নিধিন ভালসান জানিয়েছেন, রিসোর্টের একজন কর্মচারী জোর করে অভিযোগকারীর তাঁবুতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানি করে।

তিনি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত যুবক তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। এই ঘটনায় অপর এক ব্যক্তি অভিযুক্তের হাত পর্যটককে বাঁচাতে এগিয়ে আসেন। তার ওপরেও ছুরি নিয়ে হামলা চালায় ওই যুবক।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Dutch tourist molested stabbed by goa hotel staff police