Advertisment

রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইঙ্গিতপূর্ণ বৈঠক, সুদান ও ইউক্রেন নিয়ে আলোচনা

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে এই তথ্য জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
EAM Jaishankar, EAM Jaishankar meets UN chief, EAM Jaishankar on Sudan violence, EAM Jaishankar latest news, EAM Jaishankar statement on Russia Ukraine war, EAM Jaishankar statement on Sudan Khartoum, EAM Jaishankar UN chief meeting latest news

রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইঙ্গিতপূর্ণ বৈঠক, সুদান ও ইউক্রেন নিয়ে আলোচনা।

বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর বৃহস্পতিবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে এই তথ্য জানিয়েছেন। জয়শঙ্কর বলেছেন, “ আজ বিকেলে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাত করতে পেরে আনন্দিত। তাঁর সঙ্গে একান্ত বৈঠকে সুদান, জি-২০ প্রেসিডেন্সি এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং সুদানের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে সুদানের পরিস্থিতি উপর। তিনি আরও বলেন, ভারত আগাম যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ বিষয়ে রাষ্ট্রসংঘ ও অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ভারত”।

Advertisment

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন “আমাদের এই বৈঠকটি ইতিচবাচক হয়েছে, সুদানের পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনার পাশাপাশি ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়”। রাষ্ট্রসংঘ সুদানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে। তিনি বলেন, যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রক্রিয়া কীভাবে কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারে সেদিকেই আমাদের মনোযোগ। এছাড়াও G-20-এর ভারতের সভাপতিত্ব সহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর গায়ানা, পানামা, কলম্বিয়া এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে নয় দিনের সফরে রয়েছেন।

এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মৃত্যু হয়েছে

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী 'র‍্যাপিড সাপোর্ট ফোর্স'-এর মধ্যে চলমান সংঘর্ষে তিনশো’র বেশি মানুষ নিহত হয়েছেন। খুশির ইদকে সামনে রেখে তিনদিনের যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষের কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ।

United Nations Jaisankar
Advertisment