দূষণ গ্রাসে দিল্লি। এর পরিপ্রেক্ষিপ্তে বড় সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার। ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর রাজধানী দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। দূষণের কারণে পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি সরকারের এই সিদ্ধান্ত। ডিসেম্বরের পরিবর্তে নভেম্বরেই পড়ুয়াদের শীতকালীন ছুটি ঘোষণা করল কেজরিওয়াল সরকার।
দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের কারণে, আম আদমি পার্টি সরকার সময়ের আগেই শীতকালীন ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সব স্কুলে ছুটি থাকবে। এর আগে ৫ নভেম্বর পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসগুলিতে জারি ছিল অনলাইন পঠন পাঠন।
মঙ্গলবার দূষণ নিয়ে উদ্বেগ জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এছাড়াও, দিল্লি এবং পাঞ্জাব সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালত। আদালত আরও বলেছে আতশবাজির উপর নিষেধাজ্ঞা শুধুমাত্র দিল্লিতে নয়, গোটা দেশে কার্যকর করা উচিত।
বায়ু দূষণ রোধে কনট প্লেসে 'স্মগ টাওয়ার' চালু করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সরকারকে স্মোগ টাওয়ার মেরামতের নির্দেশ দিয়েছে। অপারেশন টিমের সদস্য মহিপাল সিং বিষ্ট বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্মোগ টাওয়ারটি চালু করা হয়েছে। পরিচ্ছন্নতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।