Advertisment

Earthquake in Bihar: ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠল বাড়িঘর, বহু জেলায় বেশ কয়েকবার কম্পন

Earthquake News: বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালে আচমকাই কেঁপে ওঠে পাটনা-সুপল-সহ বহু জেলা। বিহারে এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৩ বলা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঙ্গলবার ভোরে বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে বহু জেলায়

Earthquake in Bihar: মঙ্গলবার ভোরে বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে বহু জেলায়। কোসি-সীমাঞ্চল অঞ্চলেও এর প্রভাব দেখা গেছে। সুপলে সকাল ৬টার পর হঠাৎ করে তিনবার কেঁপে ওঠে মাটি। এমনকি পাটনায়ও মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। মধুবনীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Advertisment

অনেক দেশে ভূমিকম্পের প্রভাব পড়েছে

মঙ্গলবার সকালে বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয় মানুষ। সুপল ও মধুবনী-সহ বহু জেলায় কয়েকবার কেঁপেছে পৃথিবী। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল সীমান্তের কাছে তিব্বতে বলে জানা গেছে। এই ভূমিকম্পের প্রভাব ভারতের পাশাপাশি অন্যান্য অনেক দেশেও দৃশ্যমান ছিল। বাংলাদেশ, নেপাল, ভুটান ও চিনেও কম্পন হয়েছে।

যখন হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করল

Advertisment

মঙ্গলবার সকালে ঠাণ্ডা ও কুয়াশার কারণে লোকজন ঘরে কম্বলের ভিতরে শুয়ে ছিলেন। হঠাৎ তাঁরা অনুভব করলেন যে পৃথিবী কেঁপে উঠছে। লোকজন কিছু ভাবার আগেই ঘরের সিলিং ফ্যান, বিছানা ইত্যাদিও কাঁপতে শুরু করে। মানুষ বুঝতে পারলেন ভূমিকম্প হয়েছে। সবাই দ্রুত ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং নিজেদের রক্ষার জন্য খোলা জায়গায় চলে গেলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা আবার ঘরে ফিরে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ভূমিকম্প হয়। এরপর প্রায় আধঘণ্টা ঘরের বাইরে থাকেন লোকজন।

সুপল-মধুবনী-সহ বহু জেলায় এর প্রভাব দেখা গেছে

সুপলে তিনবার কম্পন অনুভূত হয়। পাটনা, মুজাফ্ফরপুর, মধুবনী, গোপালগঞ্জ এবং আরও অনেক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনও হতাহতের খবর নেই। বিহারে এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৩ বলা হয়েছে।

nepal-earthquake earthquake patna bihar Earthquake in India
Advertisment