/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/cats-91.jpg)
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ ইরানের সংবাদ সংস্থা ইরনা সূত্রে খবর, ভূমিকম্পে ৭ জন নিহত, ৪৪০ জন আহত হয়েছেন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে একাধিক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাতে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে ইরান। ইরানের উত্তর-পশ্চিমে খোয়াই শহরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের দাবি, ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন প্রাণ হারিয়েছেন। আরও ৪৪০ জন আহত হয়েছেন বলে খবর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯।
#UPDATE | Iran: Two dead, 122 injured after an earthquake of magnitude 5.9 hit the city of Khoy, West Azarbaijan province in northwest Iran near the Turkey-Iran border, Reuters reported citing emergency services official
— ANI (@ANI) January 28, 2023
ইরানের ত্রান ও উদ্ধারকার্য দফতর সূত্রে খবর ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পে আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত এক আধিকারক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারপাত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর উপরের পৃষ্ঠটি ৭টি টেকটোনিক প্লেট দিয়ে তৈরি, যখন এই প্লেটগুলি একে অপরের দিকে চলে যায়, তখন সংঘর্ষ হয় এবং ভূমিকম্পের সৃষ্টি করে। প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।