রবিবার সকাল ১০.৪০ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া,বাঁকুড়া, মালদা জেলা। বাসিন্দাদের অনেকেই প্রথমে বুঝতে পারেননি। ভূমিকম্প খুব অল্প সময় স্থায়ী হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮।
Earthquake of Magnitude:4.8, Occurred on:26-05-2019, 10:39:15 IST, Lat:23.3 N & Long: 86.9 E, Depth 10 Km, Region: Bankura, West Bengal pic.twitter.com/LfNqXswG2J
— India Met. Dept. (@Indiametdept) May 26, 2019
রবিবার সকাল ৭টা ৪৯ মিনিটে ভূ কম্পন অনুভুত হয় আন্দামান নিকবোর দীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫।
IMD-Earthquake: An earthquake with a magnitude of 4.5 on the Richter Scale hit Nicobar Islands today at 7:49 AM.
— ANI (@ANI) May 26, 2019
সবিস্তারে আসছে…