তীব্র ভুমিকম্পে কাঁপল বাংলা-বিহার, প্রাণভয়ে পথে নামল কাতারে কাতারে মানুষ, আতঙ্ক!

ভোর ৫.৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভোর ৫.৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
EARTHQUAKE

ভূমিকম্পে কেঁপে উঠল গুলমার্গ, উপত্যকায় ছড়াল আতঙ্ক

সাত সকালেই ভূমিকম্প! কেঁপে উঠলো বিহার। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা রেকর্ড করা হয়েছে ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোন প্রাণহানির বা সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটেনি। তবে আতঙ্কে বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। কম্পনের উৎসস্থল শিলিগুড়ির দক্ষিণপশ্চিমে।

Advertisment

আজ বুধবার সকালে ভুমিকম্পে কেঁপে ওঠে বিহারের আরারিয়া। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলার একাধি স্থানে। উত্তরবঙ্গের দুই দিনজপুর, মালদা, এবং শিলিগুড়ির আশেপাশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) তথ্য অনুসারে, ভোর ৫.৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। যদিও ভূমিকম্পের কারণে কোন প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisment

শিলিগুড়িতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক টুইট বার্তায় জানিয়েছে, শিলিগুড়িতে কম্পনের মাত্রা ছিল ৪.৩। বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণপশ্চিমে বিহারের পূর্ণিয়ায়।  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে পশ্চিম নেপালে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার, কাঠমান্ডুর তরফে জানানো হয়েছে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

earthquake