Pakistan Earthquake: প্রবল কম্পন, দুলে উঠল পাকিস্তান, প্রভাব ভারতের এই রাজ্যগুলিতেও

Pakistan Earthquake: শনিবার (১২ এপ্রিল) দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তৃর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব কেবল পাকিস্তানেই নয়, ভারতেও অনুভূত হয়।

Pakistan Earthquake: শনিবার (১২ এপ্রিল) দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তৃর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব কেবল পাকিস্তানেই নয়, ভারতেও অনুভূত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Earthquake

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প! তীব্র কম্পনে কেঁপে উঠল ভারতের এই রাজ্যগুলিও!

Pakistan Earthquake: পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প! তীব্র কম্পনে কেঁপে উঠল ভারতের এই রাজ্যগুলিও! 

Advertisment

শনিবার (১২ এপ্রিল) দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তৃর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব কেবল পাকিস্তানেই নয়, ভারতেও অনুভূত হয়। মানুষজন আতঙ্কে ঘর বাড়ি অফিস ছেড়ে বেরিয়ে আসেন খোলা আকাশের নিচে। 

পাকিস্তানের পাশাপাশি ভারতের জম্মু ও কাশ্মীরেও শনিবার দুপুরে  ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই মানুষ প্রাণ বাঁচাতে খোলা আকাশের নিচে প্রাণ বাঁচাতে ছুটে যায়। যদিও ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও তথ্য নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ১:৫৫ মিনিটে পাকিস্তানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩! কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের মাটির ১০ কিলোমিটার গভীরে।

Advertisment

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর পাকিস্তান, শনিবার (১২ এপ্রিল) পড়শি দেশে একদিনে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।  

পাকিস্তান ছাড়াও আজ তাজিকিস্তান এবং পাপুয়া নিউ গিনিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর ১২:২৪ মিনিটে তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.২। শনিবার সকালে পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। USGS এর প্রতিবেদন অনুসারে, এই শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোকোপো থেকে ১১৫ কিলোমিটার দূরে সমুদ্রের ৭২ কিলোমিটার গভীরে। 

pakistan earthquake