বুধবার (১০ জানুয়ারি) সকাল ৭টা ৫৩ মিনিটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভারতের পশ্চিমে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়ে ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। এনসিএস জানিয়েছে, সকাল ৭.৫৩ মিনিটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত আন্দামানে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনসিএস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই সপ্তাহের শুরুতে, ইন্দোনেশিয়ার বেশ কিছু এলাকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এনসিএসের তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি মঙ্গলবার মধ্যরাতে ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৮০ কিলোমিটার গভীরে।