/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/China-Earthquake.jpg)
বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্পের ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের দুই প্রদেশ। স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দফতর জানিয়েছে, সোমবার মধ্যরাতে উত্তর-পশ্চিম চিনের গানসু এবং প্রতিবেশী কিংহাই প্রদেশের একটি এলাকায় ৬.২-মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১১১ জন নিহত হয়েছেন।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের মতে, সোমবার রাত ১১.৫৯ মিনিটে অগভীর ভূমিকম্পটি ১০ কিলোমিটারের ফোকাল গভীরতা সহ এই অঞ্চলে ঝাঁকুনি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্পের ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল লিউগউ শহরের জিশিশান বাওআন, ডংজিয়াং, সালা স্বায়ত্তশাসিত কাউন্টি, গানসুর লিনশিয়া হুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের কাউন্টি আসন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। কিংহাই প্রদেশটি তিব্বত হিমালয় অঞ্চলের সংলগ্ন যা মহাদেশীয় প্লেটগুলির স্থানান্তরের কারণে ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
ভূমিকম্পে বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি সংবাদসংস্থা জিনহুয়া ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলেছে।
China has upgraded the national earthquake emergency response to Level II after a magnitude-6.2 earthquake jolted northwest China late Monday evening.
The quake jolted Jishishan County in NW China's Gansu. It so far has killed 100 people in Gansu and 11 in neighboring Qinghai. pic.twitter.com/d7fvmYsLtV— China Focus (@China__Focus) December 19, 2023
বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট এবং পানীয় জল পরিষেবা বিঘ্নিত হয়েছে। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের মতে, মঙ্গলবার জিশিশানে দৈনিক নিম্ন তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠবে বলে জানা গেছে।
আরও পড়ুন ফিরল করোনা মাস্ক, নতুন সাব ভেরিয়েন্টের প্রাদুর্ভাব, হানা দিল ভারতেও
প্রাদেশিক অগ্নিনির্বাপক ও উদ্ধার বিভাগ ৮৮টি দমকলের ইঞ্জিন, ১২টি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর এবং ১০ হাজারেরও বেশি সরঞ্জামের সাহায্যে ৫৮০ জন উদ্ধারকারীকে দুর্যোগ এলাকায় পাঠিয়েছে। রেল কর্তৃপক্ষ ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনগুলি বাতিল করেছে এবং রেলপথের নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
গানসুর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হু চ্যাংশেং এবং গানসুর গভর্নর রেন জেনহে উদ্ধার ও ত্রাণ তৎপরতার নির্দেশ দিতে দুর্যোগ কবলিত এলাকায় ছুটে গেছেন।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা কমাতে সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।