Earthquke in Bihar-Odisha: দিল্লি, বিহারের পর এবার পুরীতে প্রবল কম্পন! বজ্রপাতের তীব্র শব্দে ছড়ালো চরম আতঙ্ক

Earthquke in Bihar-Odisha: দিল্লির পর বিহার এবং ওড়িশাতেও আজ সোমবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহারে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০, কিন্তু পুরীর কম্পনে ছড়িয়েছে চরম আতঙ্ক।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Earthquke in Bihar-Odisha

দিল্লি বিহারের পর এবার পুরীতে প্রবল কম্পন! বজ্রপাতের তীব্র শব্দে ছড়ালো চরম আতঙ্ক Photograph: (ফাইল চিত্র)

Earthquke in Bihar-Odisha: দিল্লির পর এবার উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং হরিয়ানায় প্রবল কম্পন। বজ্রপাতের তীব্র শব্দে চরম আতঙ্ক। 

Advertisment

দিল্লির পর বিহার এবং ওড়িশাতেও আজ সোমবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহারে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০, কিন্তু পুরীর কম্পনে ছড়িয়েছে চরম আতঙ্ক।

সোমবার সাতসকালে রাজধানী দিল্লিতে ভূমিকম্পের জেরে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি ছেড়ে প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। ভূমিকম্পের তীব্রতায় রীতিমতো কেঁপে ওঠে দিল্লি NCR-এর বহুতলগুলি। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে ভূমিকম্পের জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দিল্লির বিহার ও ওড়িশাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, সকাল ৮:০২ মিনিটে বিহারে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। এর কেন্দ্রস্থল ছিল সিওয়ানে মাটির ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোণ খবর নেই। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুসারে দিল্লি-উত্তরপ্রদেশ-হরিয়ানায়-ওড়িশাতেও এদিন ভুমিকম্প অনুভূত হয়েছে।  

Advertisment

প্রধানমন্ত্রী মোদীর আবেদন - জনগণকে সতর্ক থাকতে হবে

দিল্লির  ভূমিকম্পের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে লিখেছেন যে দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলকে শান্ত থাকার এবং যথাযথ সতর্কতা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। কর্মকর্তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

earthquake Earthquake in India Earth