Advertisment

Lok-Sabha Election 2024: ফাঁপড়ে মোদী-রাহুল? কী এমন করল নির্বাচন কমিশন?

Narendra Modi-Rahul Gandhi: কমিশনের সাফ কথা, প্রার্থী এবং তারকা প্রচারকদের বক্তব্যের দায় নিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
EC issues notices to BJP and Congress party presidents over PM Modi and Rahul Gandhis alleged Model Code violations , মোদী রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনের নোটিস

Election Commission: বিজেপি, কংগ্রেসের দুই হেভিওয়েটের বিরুদ্ধেই কমিশনের পদক্ষেপ।

EC's Notice To Narendra Modi And Rahul Gandhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বিভাজনমূলক মন্তব্যের অভিযোগে প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিজেপি সভাপতিকে নোটিস পাঠাল কমিশন। পাশাপাশি রাহুল গান্ধীকেও নোটিস পাঠিয়েছে কমিশন। ওয়ানাড়ের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। ২৯ এপ্রিলের মধ্যে দু’পক্ষকেই জবাব দিতে হবে।

Advertisment

গত রবিবার রাজস্থানে দলীয় প্রচার সভায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, 'সরকারে থাকাকালীন কংগ্রেস (Congress) বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।'

মোদীর এই মন্তব্যকে 'বিদ্বেষমূলক' বলে নিন্দায় সরব বিরোধী নেতৃত্ব। মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিল কংগ্রেস, সিপিআইএম(এল)। এমনকী, ১৭,৪০০ সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মোদী বিরুদ্ধে কমিশনে চিঠি দেয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার বিজেপিকে নোটিস পাঠাল কমিশন।

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, রাহুল ভোটের জন্য উত্তর ভারত-দক্ষিণ ভারত বিভাজন করেছেন। গেরুয়া শিবিরের অভিযোগের ভিত্তিতে কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে। কমিশনের সাফ কথা, প্রার্থী এবং তারকা প্রচারকদের বক্তব্যের দায় নিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকেই।

election commission narendra modi modi loksabha election 2024 rahul gandhi
Advertisment