নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় মুখ্যসচিবের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন৷ চব্বিশ ঘণ্টার মধ্যে মুখ্যসচিবের থেকে ফের নতুন করে রিপোর্ট তলব করেছে কমিশন৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনায় শুক্রবার কমিশনে রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ সেই রিপোর্টে বলা হয়েছিল, গাড়ির দরজা চাপ লেগেই আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ঘটনার সময় বিপুল ভিড়ের কথাও উল্লেখ করা হয়েছিল ওই রিপোর্টে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর এই আঘাত নিছকই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীকে কেউ বা কারা আহত করেছেন, তার কোনও স্পষ্ট কারণ উল্লেখ করা নেই রিপোর্টে৷ ঘটনার পর পরই মমতা অভিযোগ করেন চার-পাঁচ জন 'ষড়যন্ত্র' করে এই কাজ করেছে। তাদের কী চিহ্নিত করা গিয়েছে?এই সবের কোনও জবাব রাজ্যের দেওয়া রিপোর্টে উল্লেখ নেই। সেই কারণেই রাজ্যের রিপোর্ট 'অসম্পূর্ণ' বলছে কমিশন।
গত বুধবার নন্দীগ্রামের প্রচারের সময় আঘাত লাগে তৃণমূল নেত্রীর। তাঁর বাঁ পায়ে আঘাত লাগে৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ভিড়ের মধ্যে চার পাঁচজন ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যেই আচমকা গাড়ির দরজা বন্ধ করে দেয়৷ তবে স্থানীয়দের দাবি, রাস্তার পাশে থাকা লোহার স্তম্ভে গাড়ির দরজা ধাক্কা লেগেই দুর্ঘটনা ঘটেছিল৷
মুখ্যমন্ত্রীর কেন ও কীভাবে আঘাত লাগল? তার নির্দিষ্ট কারণ জানতে চায় কমিশন৷ সেই কারণেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷ যেহেতু কমিশন নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষকের কাছেই রিপোর্ট জমা দিয়েছিলেন মুখ্যসচিব, তাই তাঁদের মাধ্যমেই ফের নতুন রিপোর্ট তলব করা হয়েছে৷
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন