অর্থনৈতিক সূচকের বেশ কয়েকটির নিরিখে বর্তমান অবস্থা প্রাক কোভিড পরিস্থিতির তুলনায় ভালো, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঘোষণা, 'করোনা আমাদের চ্যালেঞ্জারে সামনে দাঁড় করিয়েছে। কিন্তু ভারতের উন্নয়নের গতি অবরুদ্ধ করতে পারেনি।' ২০২২-এ দেশের ঊর্ধ্বগতি আরও তরান্বিত হবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।
Advertisment
পিএম কিষান প্রকল্পের ১০-ম কিস্তি প্রদান অনুষ্ঠানে শনিবার বক্তব্য রাখেন মোদী। সেখানেই তিনি বলেছেন যে, 'বর্তমানে দেশের উন্নয়ের হার ৮ শতাংশের বেশি। বিদেশি বিনিয়োগ আসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড স্পর্শ করেছে। জিএসটি সংগ্রহ অতীতে সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। রফতানিতে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে, বিশেষত কৃষি ক্ষেত্রে।'
প্রধানমন্ত্রীর সংযোজন, '২০২২ সালে আমাদের আমাদের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে। করোনাভাইরাস চ্যালেঞ্জ তৈরি করেছে তবে এটি ভারতের গতি থামাতে পারেনি। ভারত কোভিডের বিরুদ্ধে অত্যন্ত সতর্কতার সঙ্গে লড়াই করবে এবং তার জাতীয় স্বার্থও পূরণ করবে।'
Advertisment
করোনা অতিমারির মধ্যে ও ২০২১ সালে স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি, স্টার্ট আপ, পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। মোদী বলেন, '২০২১ সালে করোনা অতিমারির বিরুদ্ধে দেশের লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া চলতি বছরে দেশের স্বার্থে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ করা হয়েছে।' ১৪৫ কোটি করোনা টিকা দেওয়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এদিন নিজের বক্তব্যে কাশী বিশ্বনাথ করিডরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের ঐতিহ্যকে পোক্ত করতে কেন্দ্র সবসময় তৎপর বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী।