Advertisment

Economic Survey 2019: পাঁচ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত

Economic Survey 2018-19 Live Updates

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Conversion

সংসদ

Economic Survey 2018-19 Updates:

Advertisment

কেন্দ্রীয় বাজেটের একদিন আগে বৃহস্পতিবার রাজ্যসভায় আর্থিক সমীক্ষা পেশ করলেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। সমীক্ষা বলছে ২০১৯-২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা। আর্থিক ঘাটতিও গত অর্থবর্ষের তুলনায় বেশ খানিকটা কমবে (৫.৮ শতাংশ থেকে কমে ৩.৪ শতাংশ)।

আর্থিক সমীক্ষার সামগ্রিক দায়িত্বে ছিলেন কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম।

সারা দেশ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে এই কেন্দ্রীয় বাজেটের দিকে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার কম ছিল, এবং কার্যত কর্ম সংস্থানহীন বৃদ্ধি ছিল।

Live Blog

 India Economic Survey 2019, Economic Survey 2019 কেন্দ্রীয় বাজেটের সব খবর জানতে চোখ রাখুন, follow the Updates here:



























16:44 (IST)04 Jul 19










































এনডিএ সরকারের আর্থিক সমীক্ষার তীব্র সমালোচনায় চিদম্বরম

আর্থিক সমীক্ষার তুমুল সমালোচনা করলেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, 'আর্থিক সমীক্ষা রিপোর্টের প্রথম ভাগের প্রথম অধ্যায়ে সরকার নিজেই নিজের প্রশংসা করেছে। ('গত পাঁচ বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার বেশ ভাল')। অথচ আর্থিক সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্র বিশেষে বৃদ্ধির হার কত হবে, তা জানানো হয়নি।

16:31 (IST)04 Jul 19










































কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোর জন্য কৃষি, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে জোর

দেশকে পাঁচ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে রুপান্তরের লক্ষ্যে মোদীর ডাকে সাড়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রি সুরেশ প্রভু।

16:22 (IST)04 Jul 19










































ন্যূনতম মজুরি ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাস

জনকল্যাণমূলক কাজে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হল আর্থিক সমীক্ষায়। জানানো হল ঢেলে সাজানো হবে ন্যূনতম মজুরি ব্যবস্থার পরিকাঠামো।

14:34 (IST)04 Jul 19










































আর্থিক সমীক্ষাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

পাঁচ বছরের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের দেশ বানানোর ভাবনাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। বললেন, এতে সারা দেশের প্রযুক্তিগত এবং সামাজিক উন্নতি হতে বাধ্য।

14:15 (IST)04 Jul 19










































আর্থিক সমীক্ষার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

কেন্দ্রীয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম সাংবাদিক বৈঠকে আর্থিক সমীক্ষার মূল তথ্যগুলি তুলে ধরলেন

13:59 (IST)04 Jul 19










































চাকরি থেকে অবসর নেওয়ার বয়স বাড়ানোর প্রস্তাব উঠল আর্থিক সমীক্ষায়

এই আর্থিক সমীক্ষায় চাকরি থেকে অবসর নেওয়ার বয়স বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে অবসরের বয়স ৬০। সেই বয়স বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে আর্থিক সমীক্ষায়। 

13:38 (IST)04 Jul 19










































আর্থিক সমীক্ষার পরেই ১০০ পয়েন্ট চড়ল সেনসেক্স

আর্থিক সমীক্ষার পরই ১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। ৩৯,৯৩৮.১০ এ পৌঁছল সনসেক্স। নিফটি চড়েছে ৩৭ পয়েন্ট। সমীক্ষা বলছে ২০১৯-২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা। আর্থিক ঘাটতিও গত অর্থবর্ষের তুলনায় বেশ খানিকটা কমবে (৫.৮ শতাংশ থেকে কমে ৩.৪ শতাংশ)।

12:58 (IST)04 Jul 19










































সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন্দ্রীয় বাজেটের একদিন আগেই  পেশ করা হবে আর্থিক সমীক্ষা। ইতিমধ্যে সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

12:55 (IST)04 Jul 19










































পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করার জন্য রাজ্যসভায় জিরো আওয়ার নোটিস দিলেন তৃণমূল সাংসদ

ইতিমধ্যে বুধবার কেন্দ্র জানিয়েছে, এখনই রাজ্যের নাম পালটে 'বাংলা' করা যাবে না, তার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। তৃণমূল কংগ্রেস সাংসদ মনিশ গুপ্ত রাজ্যসভায় জিরো আওয়ারে ফের সেই মর্মে নোটিস দিলেন।

12:47 (IST)04 Jul 19










































আর্থিক সমীক্ষা নিয়ে কী বললেন কেন্দ্রীয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা?

কেন্দ্রীয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াম বললেন, "আমরা খুবই খেটে কাজ করেছি। আশা করি ভালো ফল পাব। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন"।

India Economic Survey 2019, Economic Survey 2019 Live

বিগত পাঁচ বছরে অর্থাৎ প্রথম দফার মোদী জমানায় ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার তেমন আশাপ্রদ না হওয়ায় রীতিমত সমালোচিত হয়েছে এনডিএ সরকার। দ্বিতিয়বার বিপুল ভোটে জয়ী হয়ে মোদী সরকার দেশের আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কী পরিবর্তন আনে, সে দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ।

Advertisment