বাতানুকূল কামরায় কমছে রেল সফরের ভাড়া। এসি থ্রি টায়ারের বদলে এবার রেলের পরিষেবায় যুক্ত হতে চলেছে ইকোনমিক ক্লাস। এসি ইকোনমি ক্লাসে থ্রি টায়ারে যাতায়াতের ভাড়া বর্তমানে এসি থ্রি টায়ারের তুলনায় ৮ শতাংশ কম কম ধার্য হয়েছে। শনিবার রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
এতদিন এসি থ্রি টায়ারে ৭২ শয্যার ছিল। এখন ইকোনমি ক্লাসে এসি থ্রি টায়ারে আরো ১১টি শয্যার সংযুক্তিকরণ হচ্ছে। অর্থাৎ মোট ৮৩টি শয্যা থাকবে। পুরানো থ্রি টায়ারে উচ্চ ভোল্টেজ যে গিয়ার বক্সগুলি ছিল তাকে সরাতেই আরও শয্যার সংখ্যা বাড়ানো গিয়েছে। এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসের সংখ্যা কমবে৷ এর অর্থ যাঁরা স্লিপার শ্রেণিতে ভ্রমণ করেন তাঁরাও এবার কম ভাড়ায় এসি কামরায় ভ্রমণের সুযোগ পাবেন ৷
বর্তমানে রেলের কুপরথলা কারখানায় ৫০টি ইকোনমি ক্লাসের এসি থ্রি টায়ার কোচ প্রস্তুতির কাজ শেষ৷ রেলওয়ে পৃথক বিভিন্ন জোনে এই কোচগুলি পাঠানো হচ্ছে৷ রেলের এক মুখপাত্র জানিয়েছেন, গরিব রথ সহ দূর যাত্রার বিভিন্ন এক্সপ্রেস, মেইল ট্রেনের সঙ্গে এই কোচগুলি সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
৩০০ কিমি যাত্রার জন্য ইকোনমি ক্লাসে এসি থ্রি টায়ারের বেস ফেয়ার পড়বে ৪৪০ টাকা। দূরত্বের নিরিখে এই ভাড় সবচেয়ে কম। এই ক্লাসে ৪,৯৫১ থেকে ৫০০০ কিমি যাতায়াতে খরচ ধার্য হয়েছে ৩.০৬৫ টাকা।
উত্তর-মধ্য রেলওয়ের প্রয়াগরাজ-জয়পুর এক্সপ্রেসে প্রথম সংযুক্ত হচ্ছে ইকোনমি ক্লাসের এসি থ্রি টায়ার কোচ। যাত্রা শুরু ৬ সেপ্টেম্বর। শনিবার থেকেই শুরু হয়েছে টিকিটের বুকিং। শিশুদের ক্ষেত্রে মেইল, এক্সপ্রেস, সুপার ফার্স্ট ট্রেনে এসি থ্রি টায়ারের টিকিটের দামই ইকোনমি ক্লাসে এসি থ্রি টায়ারে ধার্য হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এছাড়া, এই কোচের টিকিট বাতিল, রিফান্ডের পদ্ধতিরও কোনও বদল ঘটেনি।
চলতি অর্থিক বছরে রেলওয়ে প্রায় ৮০৬ টি ইকোনমি ক্লাসে এসি থ্রি টায়ার কোচ চালু করার পরিকল্পনা করেছে।
গত বছর অক্টোবর মাসে এই কোচের নকশা প্রথম রেলমন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছিল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন