দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশ, গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক

বুধবার মহারাষ্ট্রের এনসিপি নেতাকে জেরা করার পর গ্রেফতার করা হয়।

বুধবার মহারাষ্ট্রের এনসিপি নেতাকে জেরা করার পর গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
ED arrests Nawab Malik in connection with money laundering case against Dawood

ইডি দফতরে থেকে বেরোচ্ছেন মন্ত্রী নবাব মালিক।

হাওয়াল কাণ্ডে দাউদ ইব্রাহিম এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগের অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি। বুধবার মহারাষ্ট্রের এনসিপি নেতাকে জেরা করার পর গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর নবাব মালিককে মেডিক্যাল পরীক্ষার জন্য জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইডি অফিসের বাইরে মিডিয়াকে উদ্দেশ্য করে মালিক চেঁচিয়ে বলেন, 'লড়ব, জিতব, সবার মুখোশ খুলব'।

Advertisment

এদিন সকালে সাতটার সময় মালিককে বাড়ি থেকে তুলে নিয়ে আসে ইডি। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা কুরলায় মালিকের সম্পত্তি সংক্রান্ত লেনদেন নিয়ে তদন্ত করে। তদন্তে জানা গিয়েছে, দাউদ ঘনিষ্ঠ একজনের কাছ থেকে সম্পত্তি কিনেছিলেন মালিক। বাজরদর থেকে অনেক কম দামে সেই সম্পত্তি তিনি কেনেন বলে জানা গিয়েছে।

Advertisment

এদিকে, মালিককে জেরা এবং গ্রেফতারের ঘটনায় মহারাষ্ট্রে শোরগোল পড়ে গিয়েছে। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার এই ঘটনাকে উত্ত্যক্ত করার সঙ্গে তুলনা করেছেন। অভিযোগ করেছেন, "বিনা কারণে তাঁর দলের নেতা-মন্ত্রীদের হেনস্তা করা হচ্ছে। তাঁর দাবি, কোনও মুসলিম নেতা কেন্দ্রবিরোধী কথা বললেই তাঁর সঙ্গে দাউদের নাম জুড়ে দেওয়া হয়। যখন আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলাম আমার নামও ওঁরা দাউদের সঙ্গে জুড়তে চেয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেই, তাঁকে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্তা করা হয়।"

এদিকে, মুম্বইয়ের আদালতে তোলা হবে মালিককে। তাঁর আগে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে। ইতিমধ্যেই দক্ষিণ মুম্বইয়ে বালার্ড পিয়ের এলাকায় ইডি দফতরের বাইরে এনসিপি নেতা-কর্মীরা ভিড় করে বিক্ষোভ দেখাচ্ছেন।

ED Nawab Malik Dawood Ibrahim