Advertisment

কয়লাকাণ্ডে IAS যোগ! ইডির জালে দুঁদে মহিলা আধিকারিক

ঠিক একদিন আগে আর্থিক তছরুপ মামলায় তার বাসবভনে অভিযান চালায় ইডির আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ED arrests woman IAS officer

ইডির ছোঁয়ায় বিরাট ফাঁপরে দুঁদে আইএএস

ইডির ছোঁয়ায় বিরাট ফাঁপরে দুঁদে আইএএস, কয়লাকাণ্ডে এবার ইডির জালে আইএএস আধিকারিক রানু সাহু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার ছত্তিশগড়ে আইএএস আধিকারিক রানু সাহুকে গ্রেফতার করেছে। এর ঠিক একদিন আগে আর্থিক তছরুপ মামলায় তার বাসবভনে অভিযান চালায় ইডির আধিকারিকরা। এরপরেই গ্রেফতার করা হয় ওই আইএএস আধিকারিককে বলেও জানিয়েছেন ইডির কর্মকর্তারা।  

Advertisment

ইডি-র আইনজীবী সৌরভ পান্ডে বলেছেন, "সাহুকে অবৈধ কয়লা কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়, এবং তাকে ইডির হেফাজতে নেওয়ার জন্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুসারে আদালতে হাজির করানো হয়”। এই মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের দ্বিতীয় আইএএস অফিসার রানু সাহু।

রানু সাহু, ২০১০ ব্যাচের ছত্তিশগড়-ক্যাডারের আইএএস। বর্তমানে রাজ্যের কৃষি বিভাগের ডিরেক্টর পদে আসীন ছিলেন।

এর আগে তিনি কোরবা এবং রায়গড় জেলার জেলাশাসক হিসাবে পোস্টিং ছিলেন।  শুক্রবার রায়পুরে তার বাড়িতে অভিযান চালায় ইডি। এর আগে ২০০৯ ব্যাচের আইএএস আধিকারিক সমীর বিষ্ণোইকে গত বছর গ্রেফতার করা হয়েছিল৷

ইডি রাজ্যে অবৈধ কয়লা কেলেঙ্কারি এবং মদ কেলেঙ্কারির তদন্ত করছে। ইডির স্ন্যানারে রয়েছেন একাধিক রাজনীতিবিদ কয়েকজন বিশিষ্ট আমলা।

ED
Advertisment