Advertisment

PNB-কাণ্ডে অভিযুক্ত চোকসির সাড়ে ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এই মামলায় এর আগে চোকসির প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। জানা গিয়েছে, চোকসি ও তাঁর সংস্থা গীতাঞ্জলি গ্রুপের প্রায় সাড়ে ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পিএনবি ব্যাঙ্ক (PNB bank fraud) কেলেঙ্কারিতে প্রায় ১৫,৬০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ আছে চোকসি ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে। যদিও এই দু'জনই ভারতীয় আইনে পলাতক ঘোষিত।

Advertisment

একটি বিবৃতি জারি করে ইডি জানিয়েছে, চোকসির অস্থাবর সম্পত্তি হিসেবে মুম্বইয়ের একটি আবাসন আর স্থাবর সম্পত্তি হিসেবে প্লাটিনাম, হীরের গয়না,  অভিজাত গাড়ি, মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সম্পত্তিগুলো গীতাঞ্জলি গ্রুপের নামে নথিভুক্ত।

এই মামলায় এর আগে চোকসির প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এদিকে, ২০১৮ সালে পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্য আসতেই দেশ থেকে চম্পট দেন চোকসি এবং মোদী। ভারতের পাসপোর্ট আত্মসমর্পণ করে অ্যান্টিগুয়ার নাগরিক চোকসি। অন্যদিকে ব্রিটিশ জেলে বিচারাধীন বন্দি নীরব মোদি। পাশাপাশি ভারতের আনা প্রত্যর্পণ মামলার বিরুদ্ধে লন্ডন আদালতে আবেদন করেছেন নীরব মোদি।

Mehul Choksi pnb scam ED
Advertisment