Advertisment

বিদেশ থেকে মোদী-চোকসির ১৩৫০ কোটি মূল্যের সামগ্রী দেশে ফেরাল ইডি

“এই মূল্যবান জিনিসগুলির মধ্যে রয়েছে হিরে, মুক্তো, মুক্তো এবং রূপোর গয়না ইত্যাদি। হংকংয়ের একটি লজিস্টিক সংস্থার গোডাউনে রাখা হয়েছিল এই দ্রব্যগুলি।"

author-image
IE Bangla Web Desk
New Update
ED brings back Rs 1,350 crore-worth valuables belonging to Nirav Modi, Choksi from abroad

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত-পলাতক গয়না ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসির প্রায় ১৩৫০ কোটি টাকার মূল্যবান সামগ্রী দেশে ফেরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংযুক্ত আরব-আমীরশাহি এবং হংকং থেকে এই সব জিনিষ ফিরিয়ে আনা হয়েছে বলে খবর। মামা-ভাইপোর এই বিপুল পরিমাণ সম্পত্তির এই ভাগ ১০৮টি কনসাইনমেন্টের মাধ্যমে আনা হয়েছে।

Advertisment

ইডি একটি স্টেটমেন্টে জানায়, “এই মূল্যবান জিনিসগুলির মধ্যে রয়েছে হিরে, মুক্তো, মুক্তো এবং রূপোর গয়না ইত্যাদি। হংকংয়ের একটি লজিস্টিক সংস্থার গোডাউনে রাখা হয়েছিল এই দ্রব্যগুলি। আজ এগুলি সব মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। এর ওজন প্রায় ২৩৪০ কিলোগ্রাম।"

ইডি জানিয়েছে এই সবকটি জিনিষ ২০১৮ সালের গোড়ার দিকে দুবাই থেকে হংকং-এ পাঠান হয়েছিল। ২০১৮ সালের জুলাই মাসে এই বিষয়ে গোপন তথ্য আসে এজেন্সি অফিসারদের কাছে। ইডি জানায়, "অফিসাররা সবসময় হংকংয়ের বিভিন্ন অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন এই সব সামগ্রীগুলিকে ফিরিয়ে আনতে। সে দেশের সব নিয়মকানুন মেনে এবং আইনি প্রস্তুতি নেওয়ার পর এগুলিকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"

এই ১০৮টি চালানের মধ্যে ৩২টি চালানের সামগ্রী নীরব মোদীর এবং বাকি সব ক'টি মেহুল চোকসির সম্পত্তি ছিল বলে জানান গিয়েছে। এর আগেও দুবাই এবং হংকং থেকে ৩৩টি চালানে একাধিক সামগ্রী আনতে সক্ষম হয়েছিল ইডি। প্রসঙ্গত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে। ২০১৮ সালে তাঁদের বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করার আগেই বিদেশে পালায় নীরব-মেহুল। যদিও ব্রিটেনের একটি আদালতে মামলা চলছে নীরব মোদীর বিরুদ্ধে। অন্যদিকে অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সে দেশে রয়েছেন মেহুল চোকসি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ED
Advertisment