Advertisment

গ্রেফতারির আশঙ্কা কেজরিওয়ালের, তুঙ্গে জল্পনার মাঝে দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের ভিড়

অরবিন্দ কেজরিওয়ালকে এখনও পর্যন্ত তিনবার ED তলব করেছে, প্রতিবারই সমন এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Chief Minister Arvind Kejriwal

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আজ গ্রেফতার হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আপ নেতারা। ইতিমধ্যেই তারা পার্টি অফিসে জড়ো হয়েছেন।

আপ নেতারা দাবি করেছেন, দিল্লির মদ কেলেঙ্কারিতে ইডির জারি করা তৃতীয় সমন এড়িয়ে যাওয়ার পরে গ্রেফতার করা হতে পারে আপ সুপ্রিমোকে।

Advertisment

আম আদমি পার্টির তরফে দাবি করা হয়েছে তারা তথ্য পেয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী এবং পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সম্ভবত বৃহস্পতিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করবে। তল্লাশি চালানো হবে তার বাসবভনেও । দিল্লির মদ নীতি 'কেলেঙ্কারি'তে কেজরিওয়াল ইডির তরফে জারি করা তৃতীয় সমন এড়িয়ে যাওয়ার পরে পার্টির নেতা অতীশি, সৌরভ ভরদ্বাজ এবং জেসমিন শাহ এই দাবি করেন।

কেজরিওয়ালের গ্রেফতারি এবং তার বাসভবনে ইডি অভিযানের আশঙ্কার মধ্যে, AAP নেতারা দলের সদর দফতরে জড়ো হতে শুরু করেছেন। অন্যদিকে, কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কথিত দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জেরা করার জন্য বুধবার কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। তিনি সমন এড়িয়ে গিয়েছেন। তদন্ত সংস্থার কাছে একটি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি অবশ্য নোটিশকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন।

গত বছরের ২রা নভেম্বর এবং ২১শে ডিসেম্বরের আগের দুটি সমনও এড়িয়ে যান কেজরিওয়াল। AAP সুপ্রিমো সেই সমনগুলিকেও "অবৈধ" এবং "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করেছিলেন।

কেজরিওয়ালকে ইডি তলব করার পর থেকে আপ দাবি করেছে তাকে গ্রেফতার করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে তার পদত্যাগ করা উচিত নাকি জেল থেকে সরকার পরিচালনা করা উচিত তা নিয়ে জনমত জানতে 'ম্যায় ভি কেজরিওয়াল' নামে একটি প্রচার চালাচ্ছেন দলের নেতারা। দিল্লি আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের সহকর্মী মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং ইতিমধ্যেই জেলে রয়েছেন।

ইডির গ্রেফতারির আশঙ্কার মাঝেই ৬ জানুয়ারি গুজরাট সফরে যাচ্ছেন কেজরিওয়াল। তিন দিনের গুজরাট সফরে লোকসভা নির্বাচনের জন্য প্রচারপর্বে অংশ নেবেন কেজরিওয়াল। বেশ কয়েকটি দলীয় অনুষ্ঠানের পাশাপাশি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Kejariwal Government
Advertisment