Advertisment

'সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান' হিসাবে কাজ করছে ইডি, বিরোধীদের অভিযোগকে  নস্যাৎ সীতারমনের

ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের এমন অভিযোগকে কার্যত নস্যাৎ করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।

author-image
IE Bangla Web Desk
New Update
Finance Minister nirmala Sitharaman admitted to AIIMS, হঠাৎ অসুস্থ নির্মলা সীতারমণ, ভর্তি করা হল এইমসে

 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে এক সাংবাদিক সম্মেলনে ইডি’র ঢালাও প্রশংসা করেন।  শনিবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র পদক্ষেপের প্রতিক্রিয়া প্রসঙ্গে  অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “ইডি একটি  সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান”। বেআইনি আর্থিক তছরুপের ঘটনায় দেশ জুড়ে একাধিক স্থানে ইডি অভিযান নিয়ে এদিন মুখ খোলেন তিনি। একই সঙ্গে ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের এমন অভিযোগকে কার্যত নস্যাৎ করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।

Advertisment

এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখা সময় ইডির একাধিক অভিযানের প্রাসঙ্গিকতা এবং বিরোধী শিবিরের অভিযোগের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "ইডি  একটি  সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান"। ইডি'র তদন্তে সরকারের হস্তক্ষেপের প্রসঙ্গ উড়িয়ে তিনি বলেন, 'এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ সহ একাধিক তদন্তকারী প্রতিষ্ঠানগুলি বেআইনি আর্থিক তছরুপ সহ নাগরিক সমাজের কল্যাণে কাজ করে চলেছে'। তাদের একের পর এক অভিযান মিডিয়ার দৌলতে সকলের সামনে এসেছে। সেই অভিযান কতটা প্রাসঙ্গিক তাও সকলের সামনে জলের মত পরিষ্কার"।  

অর্থমন্ত্রী সীতারামন আরও বলেন, ইডি-র পদক্ষেপ নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। সাম্প্রতিক কালের একাধিক অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইডির অভিযানের ফলেই দেশের একাধিক স্থানে প্রচুর পরিমাণে বেআইনি অর্থ, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, “আজকের মিডিয়ার দৌলতে সবটাই সকলের সামনে এসেছে। ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, বিরোধীদের এমন প্রশ্নের জবাবে ইডির পাশে দাঁড়িয়ে কার্যত বিরোধী শিবিরকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন : < নিয়োগ দুর্নীতি মামলা: মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র >

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি২০ তালিকাভুক্ত দেশগুলির আগামী দিনের ‘চ্যালেঞ্জ’ নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। তিনি বলেন ‘আমরা বেশ কয়েকটি জি-২০ সদস্যভুক্ত দেশের সঙ্গে আলোচনা করেছি এবং বৈঠকে চলতি বছরে সামনের দিনগুলিতে আসন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে’। জি ২০ -তে ভারতের সভাপতিত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমরা এমন এক সময়ে এর দায়িত্ব নিতে চলেছি যখন আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি।"পাশাপাশি তিনি জি-২০ সদস্যভুক্ত দেশগুলিকে সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করারও বার্তা দিয়েছেন।

ED Nirmala Sitharaman
Advertisment