Advertisment

অ্যান্টিগাতে জেরা নয় মেহুল চোকসিকে, জানাল ইডি

চোকসির আবেদন খারিজ করে ইডি-র পক্ষ থেকে মুম্বইয়ের এক আদালতে জানানো হয়েছে, ওই পলাতক ব্যবসায়ী আসলে বিচার ব্যবস্থার গতি হ্রাস করতে চাইছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বহু কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির আবেদন খারিজ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি চোকসি আবেদন করেছিলেন, তাঁর অসুস্থতার কথা বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগাতে জেরা করা হোক তাঁকে। ইডি পাল্টা আদালতকে জানিয়ে দিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীকে অ্যান্টিগাতে জেরা করা যাবে না। তিনিই বরং হলফনামা দিয়ে জানান, কবে দেশে ফিরবেন।

Advertisment

প্রসঙ্গত, চোকসি ওই ক্যারিবিয়ান দেশটিতে চিকিৎসার জন্য রয়েছেন। গায়ানার ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা করে দিয়ে ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন তিনি।

চোকসির আবেদন খারিজ করে ইডি-র পক্ষ থেকে মুম্বইয়ের এক আদালতে জানানো হয়েছে, ওই পলাতক ব্যবসায়ী আসলে বিচার ব্যবস্থার গতি হ্রাস করতে চাইছেন। প্রয়োজনে চোকসিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দেশে এনেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অভিযুক্ত ব্যবসায়ীর যাবতীয় চিকিৎসার দায়িত্বও নিতে চেয়েছে ইডি।

আরও পড়ুন, গান্ধীহত্যা বিতর্ক সত্ত্বেও মহাত্মার ‘স্বপ্ন পূরণে’ আরএসএস

একইসঙ্গে ইডি আদালতের কাছে আর্জি জানিয়েছে, কত তারিখের মধ্যে তিনি দেশে ফিরবেন এফিডেভিট দিয়ে তা জানাতে বলা হোক চোকসিকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এর আগে বহুবার দেশে ফিরে তদন্তের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে। কিন্তু তিনি তাতে রাজি হন নি। এবার এফিডেভিটে নির্দিষ্টভাবে দেশে ফেরার তারিখ জানান তিনি।

ইডি আদালতকে জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ী কখনই তদন্তে সহযোগিতা করেন নি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি রয়েছে। ইন্টারপোলের কাছেও নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি দেশে ফিরতে অস্বীকার করেছেন। আপাতত তিনি পলাতক।

এই সপ্তাহের শুরুতে আদালতে এফিডেভিট দিয়ে চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি তাঁর একটি সার্জারি হয়েছে এবং চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। এই পরিস্থিতিতে তিনি অ্যান্টিগায় ইডি-র ক্র্যাক টিমের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদের জন্য বসতে প্রস্তুত। অথবা তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও জেরার মুখোমুখি হতে রাজি।

Read the full story in English

Mehul Choksi
Advertisment