সামনেই রাজস্থান নির্বাচন। তার আগেই পেপার ফাঁস কেলেঙ্কারির তদন্তে রাজ্য কংগ্রেসের সভাপতির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডির। প্রশ্নপত্র ফাঁস মামলায় এবার ইডি কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার ছেলেকে তলব করেছে। সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিজ্ঞপ্তি জারি করেছে তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই দোতাসারের বাড়িতে অভিযান চালানো হয়।
তল্লাশিতে কংগ্রেস সভাপতির ছেলের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে দাবি। তার ভিত্তিতেই গোবিন্দ সিং দোতাসারার ছেলে অভিলাষ ও অবিনাশকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছে ইডি। অভিলাষ দোতাসারকে ৭ নভেম্বর দিল্লি ইডি অফিসে এবং অবিনাশ দোতাসারকে ৮ নভেম্বর দিল্লি ইডি অফিসে ডাকা হয়েছে।
আরও পড়ুন Explained: সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ডের শুনানি, কী সেটা, এক্ষেত্রে আদালতের বিচার্যই বা কোন বিষয়?
দেশে দুর্নীতির বিরুদ্ধে ইডি-র অভিযান অব্যাহত রয়েছে। এখন রাজস্থান কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসারার ছেলেকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সংবাদ সংস্থা এএনআই-জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিজ্ঞপ্তি জারি করেছে তদন্তকারী সংস্থা।
ভোটমুখি রাজ্য রাজস্থানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে ইডি। এর আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি পুরানো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে দিল্লিতে সমন জারি করেছিল। ২৬ অক্টোবর, ইডি রাজস্থান কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে অভিযান চালায়।
এরপর দোতাসার জারি করা এক বিবৃতিতে বলা হয়, 'ইডির এই পদক্ষেপ নিয়ে তাদের কোন সমস্যা নেই। কর্মকর্তারা তাদের কাজ করছেন'।
‘ক্ষমতায় এলে লাল ডায়েরির রহস্য ফাঁস হবে’, মরুরাজ্যে প্রচারে ঝড় তুলে এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভোটের আগে বিজেপি পাখির চোখ করেছে রাজস্থানকে। রাজস্থান সরকারের দুর্নীতি নিয়ে গেহলট সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। উঠে আসে লাল ডায়েরির প্রসঙ্গ। রাজস্থানে নারী নির্যাতন বৃদ্ধি নিয়ে সেই সময় অশোক গেহলট সরকারের বিরু্দ্ধে সরব হয়েছিলেন মন্ত্রিসভার সদস্য রাজেন্দ্র সিং গুঢা। এর জেরে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী গেহলট।
আরও পড়ুন Explained: মমতা-ন্যানোর কাহিনি: কেন রাজ্যের থেকে টাটা ৭৬৬ কোটি টাকা, সুদের দাবিদার?
এরপরেই মরুরাজ্যে বিধানসভা অধিবেশন চলাকালীন একটি লাল ডায়েরি নিয়ে হাজির হয়েছিলেন গুঢা। এতেই রয়েছে দুর্নীতির বিশদ বিবরণ বলেও দাবি করেন তিনি। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তার পরই রাজ্য জুড়ে চলেছে ইডি অভিযান।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ দল গত সপ্তাহে পেপার ফাঁস তদন্তে অভিযান চালায় রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারার জয়পুর ও সিকারের বাড়িতে। পাশাপাশি দৌসার মহুয়া থেকে কংগ্রেস প্রার্থী ও বর্তমান বিধায়ক ওমপ্রকাশ হুডলার বাড়িতেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা। প্রশ্নপত্র ফাঁস মামলায় ইডির নজরে এবার রাজস্থান কংগ্রেস প্রধানের ২ ছেলে। অভিলাষ ও অবিনাশকে আগামী ৭ এবং ৮ নভেম্বর তবল করেছে ইডি।